বৃহস্পতিবার এথিক্স কমিটির মুখোমুখি হবেন মহুয়া মৈত্র। কৃষ্ণনগরের সাংসদ চেয়েছিলেন ৪ নভেম্বরের পর তাঁকে ডাকা হোক। কিন্তু এথিক্স কমিটির চেয়ারমান তাঁকে ২ নভেম্বর তলব করেন। এই কমিটির সদস্যদের মুখোমুখি হওয়ার জন্য দিল্লি পৌঁছেছেন মহুয়া মৈত্র। আগে ৩১ অক্টোবর তাঁকে কমিটির মুখোমুখি হতে বলা হয়েছিল। তাঁর বিরুদ্ধে অর্থের বিনিময়ে সংসদে প্রশ্ন করার অভিযোগ ওঠে। এই অভিযোগের ভিত্তিতে তদন্তে বৃহস্পতিবার লোকসভার এথিক্স কমিটির মুখোমুখি হবেন তিনি। এথিক্স কমিটির সদস্যদের মুখোমুখি হলেও এই কমিটির আদৌ তাঁকে ডাকার এক্তিয়ার আছে কিনা তা নিয়ে প্রশ্ন তুলেছেন মহুয়া। এথিক্স কমিটির সদস্যদের মুখোমুখি হওয়ার ২৪ ঘণ্টা আগে বুধবার এথিক্স কমিটিকে চিঠি লিখে মহুয়া জানিয়েছেন তাঁর বিরুদ্ধে ওঠা অপরাধমূলক অভিযোগের তদন্ত করার এক্তিয়ারই নেই তাদের। এই কমিটির চেয়ারম্যান বিনোদ কুমার সোনকরকে চিঠি লিখেছেন কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ। ওই চিঠিতে উল্লেখ করেছেন, তাঁর বিরুদ্ধে যে ধরনের অভিযোগ করা হয়েছে সে ব্যাপারে তদন্ত করতে পারে না এথিক্স কমিটি। এই অভিযোগের তদন্ত করতে পারে শুধু কোনও তদন্তকারী এজেন্সি। সংসদের কমিটিকে এই এক্তিয়ার দেননি সংবিধান প্রণেতারা। ইতিমধ্যে তৃণমূলের এই সাংসদ দাবি করেছেন টাকার বিনিময়ে তিনি কোনও প্রশ্ন করেননি। মিথ্যা অভিযোগ তুলে তাঁর মুখ বন্ধ করার চেষ্টা করছে কেন্দ্র। মহুয়ার আশংকা, আসন্ন শীতকালীন অধিবেশনে তাঁকে সাসপেন্ড করার চক্রান্ত করা হচ্ছে।
তদন্ত করতে পারে না এথিক্স কমিটি: মহুয়া
বৃহস্পতিবার,০২/১১/২০২৩
421