সোমনাথ গোপ:– পাড়া থানার অন্তর্গত নডিহা গ্রাম পঞ্চায়েতের কমিউনিটি হলে উদ্বোধন করা হলো নডিহা পুলিশ ক্যাম্পের পাড়া থানা এলাকার তিনটি গ্রাম পঞ্চায়েত নডিহা, বহড়া, উদয়পুর কে আরো ভালো পুলিশি পরিষেবা দেওয়ার জন্য থানার সাথে এই পুলিশ ক্যাম্পটি চালু করা হলো, এই ক্যাম্প উদ্বোধনে উপস্থিত ছিলেন পুরুলিয়া জেলা পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায়, সহ এডিশনাল এসপি হেডকোয়ার্টার, রঘুনাথপুরের এসডিপিও, সহ পদস্থ পুলিশ কর্মকর্তারা, জেলা পরিষদের বন ও ভূমি কর্মাধক্ষ জয়মল ভট্টাচার্য, জেলা পরিষদ সদস্যা নুরুন নাহার, পাড়া বিধানসভার প্রাক্তন বিধায়ক উমাপদ বাউরি, পাড়া পঞ্চায়েত সমিতির সভাপতি দীপক কুম্ভকার, সহ সভাপতি শেখ হাসিবুর রহমান ও স্থানীয় নেতৃত্ব, এদিন উদ্বোধনী পর্ব নাচ গান সহ পুলিশের সেবামূলক কর্মকার্য, সেভ ড্রাইভ সেভ লাইফ, সহায় অ্যাপ, শিশু শ্রমিক, বাল্য বিবাহ নিয়ে আলোচনা ও সচেতনতা মূলক প্রকল্প পুলিশি পরিকল্পনা সভা মঞ্চ থেকে বিস্তারিত ভাবে তুলে ধরেন পুরুলিয়া জেলার এসপি, এলাকার বাসিন্দাদের দাবি, এই পুলিশ পোস্ট তৈরির ফলে ভীষণ ভাবে উপকৃত হবেন এলাকার বাসিন্দারা, প্রায় ১৫ কিলোমিটার দূরে পাড়া থানায় আর তাদের যেতে হবে না, ঘরের দুয়ারে মিলবে পুলিশি পরিষেবা, প্রত্যাশা মিটল তাদের।
উদ্বোধন করা হলো নডিহা পুলিশ ক্যাম্পের পাড়া থানা
বৃহস্পতিবার,১৯/১০/২০২৩
2852