উৎসবের আগাম শুভেচ্ছা জানানোর পাশাপাশি কোনও রকম প্ররোচনা, উত্তেজনা থেকে রাজ্যবাসীকে দূরে থাকার পরামর্শ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার তৃণমূলের মুখপত্র জাগো বাংলার উৎসব সংখ্যার প্রকাশ অনুষ্ঠান ছিল নজরুল মঞ্চে। ভার্চুয়ালি ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৃণমূল নেত্রী। এই অনুষ্ঠান থেকে রাজ্যবাসীকে সতর্ক থাকতে বলেন মুখ্যমন্ত্রী। বক্তব্য রাখার সময় মুখ্যমন্ত্রী বলেন, আপনাদের সবাইকে শুভ শারদীয়া জানাই। এই সময় কোনও বিদ্বেষ নয়, আমরা সবাই এক। ধর্ম আপনার আপনার, উৎসব কিন্তু সবার। এই কথাটি মাথায় রেখে, সবাইকে নিয়ে চলুন আমরা এগিয়ে যাই। সেই সঙ্গে তিনি বলেন, আশা করব পুজোর ক’দিন বিদ্বেষ না ছড়িয়ে মায়ের কাছে শুভর জন্য প্রার্থনা করার। আর কোনও দিকে প্ররোচনায় পা দেবেন না, কোনও উত্তেজনায় পা দেবেন না। পাড়া প্রতিবেশী সকলে পুলিশের সঙ্গে সমন্বয় করে চলবেন, যাতে শান্তিপূর্ণ ভাবে পুজো সব জায়গায় সম্পন্ন হয়। নজরুল মঞ্চে শনিবারের অনুষ্ঠানে তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, কলকাতার মেয়র ফিরহাদ হাকিম, রাজ্যের শিক্ষমন্ত্রী ব্রাত্য বসু উপস্থিত ছিলেন। পায়ের চোটের কারণে বাড়ি থেকেই ভার্চুয়ালি ওই অনুষ্ঠানে হাজির ছিলেন মুখ্যমন্ত্রী। প্রতি বছরের মত তিনিই জাগো বাংলার উৎসব সংখ্যার উদ্বোধন করেন।
প্ররোচনায় পা নয়, বার্তা মমতার
শনিবার,১৪/১০/২০২৩
1217