সব তীর্থ বারবার গঙ্গাসাগর একবার সেই অতীত কথা ভুলে গঙ্গাসাগরে এখন শুভ্রমপথে নিত্য যাতা জাত শুরু হয়েছে পূর্ণ্যার্থীদের। তেমনই দেবীপক্ষের সূচনাতে কয়েক লক্ষ পুণ্যার্থী। পুণ্য লাভের আশায় গঙ্গাসাগরে ডুব দিলেন। আবার কেউ কেউ দেখা গেল দেবী পক্ষের সূচনা মহলার তিথিতে পিতৃ পুরুষদের উৎসর্গ করে তর্পণ করতে। গঙ্গাসাগরে এখন লাখো লাখো ভক্তদের গঙ্গায় ডুব দিয়ে পূর্ণতা অর্জনের জন্য ভিড় দেখা গেল। কপিলমুনি চত্বরে মঙ্গল প্রদীপ জ্বালিয়ে পূজা-অর্চনা দেওয়ার জন্য শুরু হয়েছে পুণ্যার্থীদের ঢল। প্রশাসনের আটোসাটা নিরাপত্তার মধ্যে চলছে পুণ্যার্থীদের পূর্ণতা অর্জন।
দেবী পক্ষের সূচনাতে মহালয়া পুণ্য লগ্নে গঙ্গাসাগরে পুণ্য লাভের আশায় স্নান করলেন লক্ষাধিক পুন্যার্থীরা
শনিবার,১৪/১০/২০২৩
421