সোমনাথ গোপ: আসন্ন লোকসভা নির্বাচন তার আগে পঞ্চায়েত ভোটে জনতার রায় ধরে রাখতে সক্রিয় তৃণমূল কংগ্রেস দলীয় নেতৃত্ব, আজ পাড়া ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে পাড়া কমিউনিটি হলে একটি সাংগঠনিক বৈঠক ও কর্মী সভা করা হয়, বিগত পঞ্চায়েত নির্বাচনে পাড়া ব্লকের দশ টি পঞ্চায়েতের মধ্যে ৯ টিতে তৃণমূল কংগ্রেস একক সংখ্যাগরিষ্ঠতায় বোর্ড গঠন করেছে, পঞ্চায়েত সমিতি এবং তিনটি জেলা পরিষদ আসনও তৃণমূল কংগ্রেসের দখলে, পঞ্চায়েত ভোটে এই জনতার রায় লোকসভা ভোট পর্যন্ত ধরে রাখা যায়, তা নিয়ে তৎপর পাড়া ব্লক তৃণমূল কংগ্রেস দলীয় নেতৃত্ব, জনতার রায় নিয়ে সংখ্যাগরিষ্ঠ ভাবে পঞ্চায়েত, সমিতি ও জেলা পরিষদের নির্বাচিত জনপ্রতিনিধিরা যাতে জনসাধারণ, দলীয় নেতৃত্ব ও কর্মীদের সাথে সমন্বয় রেখে জন পরিষেবার কাজ করে, তার দিকে বিশেষ খেয়াল রাখতে আজকের এই বিশেষ সভা, এছাড়াও আসন্ন লোকসভা ভোটের লড়াইয়ের দলীয় রূপরেখা তৈরি নিয়ে আলোচনা করা হয় সাংগঠনিক বৈঠকে, উপস্থিত ছিলেন পাড়া ব্লক তৃণমূল সভাপতি উমাপদ বাউরী, পাড়া পঞ্চায়েত সমিতির সভাপতি দীপক কুম্ভকার, পুলক বন্দ্যোপাধ্যায়, রিজওয়ান আহমেদ,জয়মল ভট্টাচার্য, সিমা বাউরি, কিরিটি আচার্য, প্রদীপ কুমার মাজি, সহ ত্রীস্তর পঞ্চায়েতের জয়ী জনপ্রতিনিধি, অঞ্চল ও বুথ সভাপতিরা, সভা প্রসঙ্গে পাড়া ব্লক তৃণমূল সভাপতি উমপদ বাউরি বলেন আসন্ন লোকসভা নির্বাচনের প্রস্তুতি সহ তৃণমূল কংগ্রেস পরিচালিত পঞ্চায়েত গুলিতে সুষ্ঠ জনপরিষেবা দেয়ার লক্ষ্যে দলীয় পর্যালোচনা ও সাংগঠনিক সভা।
নজরে লোকসভা, পাড়া ব্লক তৃণমূলের সাংগঠনিক বৈঠক
শনিবার,১৪/১০/২০২৩
1328