১১ সেপ্টেম্বর বাগুইআটির অনুপমা আবাসনে নিজের ফ্ল্যাটে মারা যান ৭০ বছর বয়স্কা এক মহিলা। দীর্ঘ সাত বছর ধরে তিনি শারীরিকভাবে অসুস্থ থাকায় বিছানা থেকে উঠতে পারতেন না। নিজের ফ্ল্যাটে একাই থাকতেন তিনি। তাকে দেখাশোনা করার জন্য দুজন আয়া রাখা ছিল নারায়নপুরের এক আয়া সেন্টার থেকে। ১১ তারিখ সকাল বেলায় ওই মহিলা মারা গেলে তার আত্মীয় আসে এবং শেষকৃত্য সম্পন্ন করে। এরপরই পরিবারের লোকজনের ১৯ তারিখ ওই বৃদ্ধার ঘরে থাকা সিসিটিভির ফুটেজ দেখে। সিসিটিভির ফুটেজ ছিল রীতিমতো হাড় হিম করা। সেখানে স্পষ্ট দেখা যায় ওই মহিলাকে দেখাশোনা করার জন্য নিযুক্ত আয়া ১০ তারিখ প্রায় সারা রাত ধরে অত্যাচার করে বয়স্কা মহিলার উপর। এরপরই পরিবারের পক্ষ থেকে অভিযোগ জানানো হয় বাগুইআটি থানায়। ঘটনার তদন্তে নেমে পুলিশ গ্রেপ্তার করে ওই আয়া সোফিয়াকে। বিধাননগর পুলিশের ডিসি ঐশ্বরিয়া সাগর জানান, পুলিশের জেরায় ধৃত মহিলা স্বীকার করেছেন, তার ঘুমের ব্যাঘাত হওয়ার জন্যই মহিলাকে মারধর করেছিলেন। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে বাগুইআটি থানার পুলিশ
নিজের ফ্ল্যাটেই বয়স্ক মহিলার মৃত্যু। সিসিটিভি ফুটেজে ধরা পড়ল মৃত্যুর কারণ
শনিবার,২৩/০৯/২০২৩
9744