সোমনাথ গোপ: পুরুলিয়া জেলা পরিষদের স্থায়ী সমিতি গঠন প্রক্রিয়া সম্পন্ন হলো আজ। এবার একক সংখ্যাগরিষ্ঠতায় পুরুলিয়া জেলা পরিষদ জিতেছে শাসক দল তৃণমূল কংগ্রেস, ৪৫ আসনের পুরুলিয়া জেলা পরিষদে বিরোধী সদস্য সংখ্যা মাত্র ২, এদিন একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জেলা পরিষদের ন’টি স্থায়ী সমিতি গঠন করা হয়, প্রতিটি স্থায়ী সমিতি ৫’জন জেলা পরিষদ সদস্য নিয়ে গঠিত হয়, জেলা তৃণমূল সভাপতি সৌমেন বেলথরিয়া দলীয় সিলমোহরে স্থায়ী সমিতির সদস্যদের নাম পাঠান, এদিন স্থায়ী সমিতি গঠন সভায় দলনেতার ভূমিকা পালন করেন প্রাক্তন বিধায়ক ও জেলা পরিষদ সদস্য স্বপন কুমার বেলথরিয়া, জেলা পরিষদের সভাধিপতি নিবেদিতা মাহাতো জানান আজ আমাদের স্থায়ী সমিতি গঠন প্রক্রিয়া সম্পন্ন হল এরপর এই স্থায়ী সমিতির পাঁচজন সদস্যদের মধ্যে একজন করে কর্মাধ্যক্ষ নির্বাচিত হবেন। স্থায়ী সমিতির সদস্যরাই কর্মাধ্যক্ষ নির্বাচন করবেন, তারিখ অবশ্য এখনও ঠিক করা হয়নি। তাছাড়াও আজ পুরুলিয়া জেলা পরিষদের পক্ষ থেকে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার উদ্যোগে উপভোক্তা বিষয়ক ক্রেতাদের ন্যায্য অধিকার বিষয়ে সচেতনতা বৃদ্ধির জন্য একটি ভ্রাম্যমান গাড়ির উদ্বোধন করা হয়, উদ্বোধন করেন জেলা পরিষদের সভাধিপতি নিবেদিতা মাহাতো।


Naache Runjhun Ganpati-Bhakti Geet & Bhupali- Marathi - SMNLP 01/2 - SPECIAL DEAL LP Vinyl Record, Anuradha Paudwal, Ravinder Saathe, Nandu Honap
Now retrieving the price.
(as of শনিবার,০৫/০৪/২০২৫ ১৫:২৮ GMT +05:30 - More info)