সোমনাথ গোপ:- ৫ ই আগস্ট হাইকোর্টে অভিষেক ব্যানার্জীর ডাকা বিজেপি নেতাদের বাড়ি ঘেরাও কর্মসূচি বাতিলের পর, পাল্টা পরের দিনই অবস্থান বিক্ষোভ করার কথা জানান তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জী, তাই নেত্রীর নির্দেশে কেন্দ্রীয় বঞ্চনার শিকার বাংলা এই অভিযোগ তুলে, রবিবার ৬ই আগস্ট, পুরুলিয়া জেলার প্রতিটি ব্লকে বিক্ষোভ কর্মসূচি পালন করলো তৃণমূল কংগ্রেস, অবস্থানে বসেন ছাত্র, যুব ও মহিলা সহ তৃণমূল কংগ্রেসের সমস্ত সংগঠনের নেতা-কর্মীরা। কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে রাজ্যের প্রতি বঞ্চনার অভিযোগ তুলে, মঞ্চ বেঁধে ধর্না কর্মসূচির আয়োজন করা হয়, সেখান থেকে রাজনৈতিক-কারণে জি.এস.টি থেকে, রাজ্য সরকারের প্রাপ্য ১০০ দিনের টাকা, আবাস যোজনার পাওনা বকেয়া মেটানোর দাবি সহ একাধিক ইস্যুতে বিজেপিকে নিশানা করে এই বিক্ষোভ কর্মসূচি জোড়াফুল শিবিরের, আজ কাশিপুর ব্লকে উপস্থিত ছিলেন রাজ্য সম্পাদক স্বপন বেলথরিয়া, জেলা সভাপতি সৌমেন বেলথরিয়া, মানবাজার ২নং ব্লকে উপস্থিত ছিলেন বান্দোয়ান বিধান সভার বিধায়ক রাজীবলোচন সরেন, জেলা চেয়ারম্যান হংসেশ্বর মাহাত, জেলা পরিষদের বিদায়ী সভাধিপতি সুজয় ব্যানার্জী, রঘুনাথপুর-১ ব্লকে হাজারি বাউরি, অজিত বাউরি সহ পাড়া ব্লকে ছিলেন ব্লক সভাপতি উমাপদ বাউরি, দীপক কুম্ভকার, রিজওয়ান আহমেদ, জয়মল ভট্টাচার্য সহ ব্লক নেতৃত্ব, তবে তৃণমূলের এই বিক্ষোভ কর্মসূচিকে কটাক্ষ করে বিজেপির প্রাক্তন জেলা যুব সভাপতি নীলোৎপল সিনহা বলেন কেন্দ্রীয় সরকারের বঞ্চনা কথা বলে জেলায় কেনো দিল্লীতে প্রধানমন্ত্রী দপ্তরের সামনে ধর্নায় বসতে পারে, যতই করুক পারবেনা, কারণ তৃণমূল সবচেয়ে বেশি দুর্নীতিতে জড়িত: জেলা তৃণমূলের পাল্টা দাবী প্রত্যাশা মতোই সফল হয়েছে কর্মসূচি।
কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে পুরুলিয়া জুড়ে তৃণমূলের বিক্ষোভ কর্মসূচি
রবিবার,০৬/০৮/২০২৩
983