সাতসকালে বেহালায় মর্মান্তিক দুর্ঘটনা। মাটিবোঝাই লরির ধাক্কায় প্রাণ গেল বড়িশা হাইস্কুলের প্রাইমারি সেকশনের পড়ুয়ার। মৃত্যু তার বাবার। দুর্ঘটনাকে কেন্দ্র করে অগ্নিগর্ভ অবস্থায় বেহালায়। মৃতদেহ আটকে রেখে চলছে বিক্ষোভ। উত্তেজিত জনতা সরকারি বাসে ভাঙচুর চালায়।
স্থানীয় সূত্রে খবর, বাবার সঙ্গে রাস্তা পেরোনোর সময় দ্বিতীয় শ্রেণির ওই পড়ুয়াকে ধাক্কা মারে লরিটি। ঘটনাস্থলেই মৃত্যু হয় তার, গুরুতর জখম অবস্থায় বিদ্যাসাগর হাসপাতালে নিয়ে যাওয়া হয় বাবাকে। পরে তাঁরও মৃত্যু হয়। এদিকে ঘটনার প্রতিবাদে পড়ুয়ার মৃতদেহ আটকে রেখে চলছে তুমুল বিক্ষোভ। পুলিশের গাড়ি ও একটি বাইকে আগুন লাগিয়ে দেয় উত্তেজিত জনতা। বিক্ষোভের জেরে অবরুদ্ধ ডায়মন্ড হারবার রোড। পুরসভার লরির বিরুদ্ধে পিষে দেওয়ার অভিযোগ উঠেছে। ট্রাফিকের অব্যবস্থা ক্ষোভ প্রকাশ স্থানীয়দের। তাঁদের অভিযোগ, ট্রাফিকের কোনও সিস্টেম নেই ।
সাতসকালে বেহালায় মর্মান্তিক দুর্ঘটনা
শুক্রবার,০৪/০৮/২০২৩
1814