INDIA- জোটকে বেনজির আক্রমণ প্রধানমন্ত্রীর


বুধবার,২৬/০৭/২০২৩
831

বিরোধীদের ‘INDIA’ জোট নিয়ে বেনজির আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ‘INDIA’ জোটকে জঙ্গি গোষ্ঠীর সঙ্গে তুলনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আরও একাধিক উদাহরণ দিয়ে আক্রমণ করেন দেশের প্রধানমন্ত্রী। কটাক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন ‘INDIA’ নাম থাকলেই দেশভক্ত হওয়া যায় না। ইস্ট ইন্ডিয়া কোম্পানিতেও ছিল ইন্ডিয়া নাম।ইন্ডিয়ান মুজাহিদিন নামেও রয়েছে ‘INDIA’। এদের কাজ সব কাজের বিরোধিতা করা। দেশের বিরোধীদেরও একই অবস্থা। বিরোধীদের মেগা জোট ‘INDIA’ নিয়ে এমনই সব বিস্ফোরক মন্তব্য নরেন্দ্র মোদির গলায় শোনা যায়। দলের সংসদীয় বৈঠকে এমন মন্তব্য করে বসেন। সেখানেই বিতর্কিত মন্তব্য প্রধানমন্ত্রী, জঙ্গি গোষ্ঠীর সঙ্গে তুলনা করে বসেন। যা নিয়ে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেন বিরোধী জোটের নেতারা। রাহুল গান্ধী থেকে মমতা বন্দ্যোপাধ্যায় – প্রধানমন্ত্রীর বক্তব্যের কড়া সমালোচনা করেছেন।
কেন্দ্রীয় সরকারের ওপর মণিপুর নিয়ে বিরোধী সাংসদদের চাপ বাড়ছে। লাগাতার বিক্ষোভে এখনও অচল সংসদ। প্রধানমন্ত্রীর বিবৃতির দাবিতে অনড় বিরোধীরা। সাংসদদের আক্রমণে চাপে বিজেপি।বিরোধীদের মোকাবিলার কৌশল খুঁজতে দিশেহারা বিজেপি। মণিপুর ইস্যুতে ঝাঁজ বাড়াচ্ছে ‘INDIA’ জোট। বিরোধীদের সম্মিলিত প্রতিবাদ বাড়ছে।বিরোধীদের আক্রমণে চাপে শাসক দল তাই কি ‘INDIA’ জোটকে এমন আক্রমণ করে বসল? রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন মণিপুরের ঘটনার জেরে দিশাহীন অবস্থা কেন্দ্রের শাসকদলের।

‘INDIA’ জোটকে প্রধানমন্ত্রীর সমালোচনার পর পাল্টা আক্রমণে বিরোধীরা। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কটাক্ষ করে বলেন, মোদিকে ধন্যবাদ। ‘INDIA’ জোট নিয়ে চাপে পড়েছে বিজেপি। সেই অভিব্যক্তি ফুটে উঠেছে প্রধানমন্ত্রীর কথায়। এমনই মত সিপিএম নেতা সুজন চক্রবর্তীর।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট