মনিপুর এবং মালদার ঘটনার প্রতিবাদে ধিক্কার জানিয়ে পথসভা পাড়াতে


মঙ্গলবার,২৫/০৭/২০২৩
764

সোমনাথ গোপ:- মনিপুর এবং মালদায় ঘটনার প্রতিবাদে ধিক্কার জানিয়ে পাড়া ব্লকের “আম্বেদকর মঞ্চ” এ- বাবা সাহেব আম্বেদকরের মূর্তির সামনে মূল নিবাসী বহুজন ঐক্য মঞ্চের পক্ষ থেকে মনিপুর সহ সারা দেশে নারীদের উপর অত‍্যাচারের প্রতিবাদে একটি প্রতিবাদ পথসভা সংঘটিত হয়। উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন মূল নিবাসী বহুজন ঐক‍্য মঞ্চের পাড়া ব্লক সভাপতি অজয় সহিস, সাধারণ সম্পাদিকা শ্রীমতি ববিতা বাউরী, পুরুলিয়া জেলার সাধারণ সম্পাদক নৃপেন বাউরী, কেন্দ্রীয় কমিটির সহ সাধারণ সম্পাদক অমিত কুমার বাউরী। সহ সংগঠনটির বিভিন্ন নেতৃত্ব ও কর্মিবৃন্দ। ছাত্র যুব মহিলা সহ সর্বস্তরের মানুষ এই অংশগ্রহণ করেন এই পথসভায়, আমাদের দেশে নারীদের মা হিসেবে শ্রদ্ধা করা হয়। ‌অথচ এখন নারীদের বিবস্ত্র করে রাস্তায় ঘোরানো হচ্ছে, ‘মণিপুরে নারী নির্যাতনের ঘটনায় জড়িতদের দ্রুত শাস্তি চাই এই ছিল সভায় মূল বক্তব্য।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট