নবনির্বাচিত পঞ্চায়েত সদস্যদের সম্বর্ধিত করা হলে চুঁচুড়ায়


রবিবার,২৩/০৭/২০২৩
673

রবিবার সন্ধ্যায় এক মনোজ্ঞ অনুষ্ঠানে চুঁচুড়া বিধানসভা এলাকার আটটি গ্রাম পঞ্চায়েতের বিজয়ী প্রার্থীদের সম্বর্ধনা জানানো হলো চুঁচুড়ার একটি হোটেলে ।অনুষ্ঠানে সমস্ত বিজয়ী প্রার্থীদের হাতে তুলে দেওয়া হল কিছু উপহার সামগ্রী। চুঁচুড়া বিধানসভার বিধায়ক অসিত মজুমদারের উদ্যোগে এদিনের এই অনুষ্ঠানে তৃণমূল কংগ্রেস অঞ্চল সভাপতি রাও উপস্থিত ছিলেন তাদেরও এই অনুষ্ঠানে সম্বর্ধিত করা হলো। এ ব্যাপারে বলতে গিয়ে চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার জানান এবারের পঞ্চায়েত নির্বাচনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের পক্ষে রায় দিয়েছেন গ্রাম বাংলার মানুষ। এই এলাকার গণদেবতার আশীর্বাদ আমরা পেয়েছি।এখন আমাদের প্রধান কাজ হবে নির্বাচনের আগে যে সমস্ত প্রতিশ্রুতি আমরা মানুষের কাছে দিয়েছি সেগুলো অক্ষরে অক্ষরে পালন করা এবং সততার সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে সেই কাজ আমাদের করতে হবে। সামনেই রয়েছে ২০২৪ এর লোকসভা নির্বাচন এই লোকসভা নির্বাচনের হুগলী লোকসভা কেন্দ্রের তৃণমূলের জয়ের ব্যাপারে আমাদের নিশ্চিত হতে হবে, এবং এই লক্ষ্যে আগামী এক বছর আমাদের পাখির চোখ করে এগিয়ে যেতে হবে। তিনি বলেন প্রধান এবং উপপ্রধান এবং অঞ্চল সভাপতি নির্বাচনের ব্যাপারে সম্পূর্ণ সিদ্ধান্ত নেবেন আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব। এ ব্যাপারে কোনরকম বাদ বিতণ্ডা করা যাবেনা। আমরা তৃণমূল কংগ্রেসের অনুগত সৈনিক দল যেটা সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্তই আমাদের মেনে চলতে হবে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট