একুশে জুলাই মঞ্চ বাঁধার কাজ শুরু হল। শুক্রবার খুঁটি পুজোর মধ্য দিয়ে এ কাজের সূচনা করলেন তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী। প্রতিবছর ২১ জুলাই ধর্মতলায় শহীদ দিবস কর্মসূচি পালন করে তৃণমূল। ১৯৯৩ সালে মহাকরণ অভিযানে যুব কংগ্রেসের ১৩ জন কর্মী শহীদ হয়েছিলেন। সচিত্র পরিচয় পত্রের মাধ্যমে ভোট এই দাবি নিয়ে যুব কংগ্রেসের মহাকরণ অভিযানের নেতৃত্ব দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। নো আইডেন্টিটি কার্ড নো ভোট এই দাবিতে সরব হয়েছিল যুব কংগ্রেস। তৎকালীন যুব কংগ্রেসের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সেদিনের মহাকরণ অভিযান প্রতিহত করতে বামফ্রন্ট সরকারের পুলিশ এলোপাথারি গুলি চালায়। গুলিতে ঝাঁঝরা হয় ১৩ জন যুব কংগ্রেস কর্মীর দেহ। দলীয় কর্মীদের শহীদ স্মরণে প্রতিবছর দিনটি উদযাপন করে তৃণমূল। এ বছর তার প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে আগেই। গ্রামে শহরে সর্বত্রই একুশে জুলাই এর সমাবেশ সফল করতে প্রচারাভিযান শুরু হয়েছে। এবার মঞ্চ বাঁধার আনুষ্ঠানিক সূচনা হলো। সুব্রত বক্সী সহ দলের নেতারা উপস্থিত হয়েছিলেন। উপস্থিত ছিলেন যুব তৃণমূলের সভানেত্রী সায়নী ঘোষ। এবছর একুশে জুলাই সমাবেশের মধ্য দিয়ে পঞ্চায়েত ভোটের বিজয় দিবস পালন করবে তৃণমূল। সেই দিক দিয়ে এবারের সমাবেশ বিশেষ তাৎপর্য বহন করছে। তৃণমূল মনে করছে সব রেকর্ড কে ছাপিয়ে যাবে এবারের একুশে জুলাই।
একুশে জুলাই মঞ্চ বাঁধার কাজ শুরু হল
শনিবার,১৫/০৭/২০২৩
317