ভোট হিংসা, কড়া নির্দেশ নবান্নের


শুক্রবার,১৪/০৭/২০২৩
271

পঞ্চায়েত ভোটে হিংসা ও সন্ত্রাস নিয়ে অধীর রঞ্জন চৌধুরী করার মামলা নিয়ে সমস্ত জেলা শাসক কে নির্দেশিকা পাঠাল নবান্ন। ৮ দফা নির্দেশিকায় জেলা শাসক দের হিংসা কারণ , অভিযুক্ত দের চিহ্নিতকরণ সহ অভিযুক্ত দের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করার নির্দেশ রাজ্যের স্বরাষ্ট্র দফতরের। নির্বাচনী হিংসার সময় কি ধরেন সম্পত্তি নষ্ট করা হয়েছে। সেই তথ্য চাওয়া হয়েছে। নির্বাচন লঙ্ঘনকারীদের ও অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার নির্দেশ নবান্নের। তাদের বিরুদ্ধে এফ আই আর রুজু করে সংযুক্তকারণ করার নির্দেশ। নির্বাচনী হিংসায় আহত দের তালিকা তৈরি করে তাদের চিকিৎসা ব্যবস্থা গ্রহণ করে তার তালিকা স্বাস্থ্য দফতরের কাছে জমা দিতে বলা হয়েছে। নির্বাচনী হিংসায় ক্ষতিগ্রস্ত দের ক্ষতিপূরণ দেওয়ার কথা বলা হয়েছে এই নির্দেশিকায়। স্পর্শকাতর এলাকা চিহ্নিত করে সেখানে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার নির্দেশ। যাতে কোনো রকমের হিংসার ঘটনা না ঘটে। কেন্দ্রীয় বাহিনীর বাসস্থানের জন্য যাতে স্কুল ও কলেজ বন্ধ না থাকে সেটা দেখতে বলা হয়েছে। কেন্দ্রীয় বাহিনীর থাকার সঠিক ব্যবস্থাপনা নিশ্চিত করতে হবে। কোর্টে জমা পড়া সমস্ত ভিডিও ছবি বা সংবাদমাধ্যম এবং সোশ্যাল মিডিয়ার ব্যাখ্যা প্রতিবেদন তৈরি করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার নির্দেশ দেওয়া হয়েছে এই নির্দেশিকায়।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট