পঞ্চায়েত ভোটের শেষ পর্যায়ে জোরকদমে প্রচার জনসংযোগ


বুধবার,০৫/০৭/২০২৩
962

সোমনাথ: আসন্ন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের ভোট বাকি আর ক’দিন, দলীয় প্রার্থীদের সমর্থনে জোরকদমে প্রচারে পুরুলিয়া জেলার পাড়া বিধানসভা জুড়ে শাসক বিরোধী সকল শিবিরের। বিজেপি বিধায়ক নাদিয়ার চাঁদ বাউরি, মিছিল করে প্রার্থীদের সঙ্গে পাড়া বিধানসভার পাড়া ব্লকের জবররা ঝাঁপরা ২ অঞ্চলের জোড়বেড়িয়া, আমশোলা গ্রামে, চেলিয়ামা অঞ্চলের ইছর কামারগোড়া গ্রামে বি.জে.পি প্রার্থীদের সমর্থনে ভোট প্রচার করেন, তৃণমূলের পঞ্চায়েত সমিতির প্রাথী দীপক কুম্ভকার, বিজেপি’র
জেলা পরিষদ প্রার্থী বীণাপাণি কুম্ভকার বহড়া গ্রাম পঞ্চায়েতের পাড়ায় পাড়ায় অলি গলিতে কর্মী সমর্থকদের সাথে নিয়ে করজোড়ে ভোট প্রার্থনা

জনসংযোগ প্রচার কর্মসূচি অংশগ্রহণ করেন। উদয়পুর অঞ্চলে বিজেপি জেলা প্রার্থী বিকাশ ব্যানার্জী বাড়ি বাড়ি প্রচারে অংশগ্রহণ করে, ভাঁউরিডি অঞ্চলে তৃণমূল কংগ্রেসের মিছিল সাঁওতালডিহি তাপ বিদ্যুৎ কেন্দ্রের ১ নাম্বার গেটে তৃণমূল, বিজেপি, কংগ্রেস সব দলের প্রচার সভা সংগঠিত হয়, বিজেপির চোরমুক্ত পঞ্চায়েত গড়তে হবে স্লোগানের পাশাপাশি তৃণমূলের রাজ্য সরকার এর জনকল্যান মূলক প্রকল্প গুলির লিফলেট ভোট প্রচারের মূল অস্ত্র।
মিছিল করে বিজেপি কর্মী সমর্থকরা। সারাদিনের প্রচার নিয়ে বিজেপি বিধায়ক নাদিয়ার চাঁদ বাউরি বলেন বিজেপি কোনও টাকা আটকায়নি, চুরি আটকেছে’. ‘বিজেপির পঞ্চায়েত নয়, মানুষের পঞ্চায়েত হবে আমরা আবার পূর্ণ জন সমর্থন পাবো আর মানুষের পঞ্চায়েত গড়বো। সব দলের
প্রার্থীরা জানান ‘জনগণের সাড়া পাচ্ছি জয় নিয়ে আশাবাদী’

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট