সোমনাথ: পুরুলিয়ায় জেলা জুড়ে সব রাজনৈতিক দলের দেওয়াল লিখন থেকে ভোট প্রচারের গান সবখানেই ‘ফুলমনির মাই’ পুরুলিয়া জেলার স্থানীয় ভাষায় গাওয়া ভাইরাল গান ফুলমনির মাই এখন কার্যত ভোট প্রচারের ট্রেন্ডিং । স্থানীয় ভাষার এই গান কে জেলার প্রান্তিক জনগোষ্ঠীর কাছে পৌঁছানোর মোক্ষম অস্ত্র রাজনৈতিক নেতাদের কাছে বিজেপি তৃণমূল আজসু নির্দল থেকে জাতি সাত্তার দাবিতে আন্দোলরত কুর্মি সমাজের প্রতিবাদের ভাষা সেই ফুলমনির মাই সবাই এই গানকে নিয়ে ভোট যুদ্ধে রাজনৈতিক দল গুলির শুধু দেওয়াল লিখন নয় গানকে দলীয় ভাবে ডাবিং করে ডিজে বাজিয়ে চলছে জোরকদমে ভোট প্রচার। গ্রামীণ এলাকার মানুষের কাছে সহজেই পৌঁছানোর জন্য তাদের ভাষার গানকে পঞ্চায়েত ভোটের বাজারে হাতিয়ার সব দলের নেতারা।
পুরুলিয়ায় দেওয়াল জুড়ে ‘ফুলমনির মাই”
মঙ্গলবার,০৪/০৭/২০২৩
1472