রেলগেট পেরোনোর সময় কাঁচড়াপাড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে দুটি রেললাইনের মাঝে ঢুকে যায় গাড়ি। ব্যহত ট্রেন চলাচল। রেলগেট দিয়ে পারাপার করতে গিয়ে নিয়ন্ত্রণে হারিয়ে আচমকা রেললাইনের মাঝে ঢুকে পরে গাড়িটি। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গেট বন্ধের সময় তাড়াহুড়ো করে একটি গাড়িটি ঢুকে পড়ে। ওই গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ২ ও ৩ নম্বর রেললাইনের মাঝে ঢুকে পড়ে গিয়ে বিকল হয়ে যায়। এই ঘটনার জেরে ডাউন লাইন দিয়ে কিছুক্ষন ট্রেন চলাচল বন্ধ থাকে। যদিও আপ লাইন দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক ছিল। জানা গিয়েছে, কাঁচড়াপাড়া ওয়ার্কসপের দিক থেকে আসা গাড়িটি চেন গেট পেরিয়ে ইঁট খোলার দিকে যাচ্ছিল।
দুই রেল লাইনের মাঝে গাড়ি ! শিয়ালদহ শাখায় ব্যহত ট্রেন চলাচল
শুক্রবার,১৬/০৬/২০২৩
1248