তৃণমূলের নবজোয়ার কর্মসূচির সমাপ্তিতে কাকদ্বীপে থাকবেন মমতা


শনিবার,১০/০৬/২০২৩
818

দক্ষিণ ২৪ পরগনা জেলার কাকদ্বীপে তৃণমূলের নবজোয়ার কর্মসূচি শেষ হবে। কর্মসূচি শেষ দিনে উপস্থিত থাকবেন তৃণমূলের সর্বভারতীয় সভা নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায় নেতৃত্বে উত্তরবঙ্গের কোচবিহার থেকে নবজোয়ার কর্মসূচি শুরু হয়েছিল। যত পথ পেরিয়েছে নব জোয়ার জন জোয়ারে পরিণত হয়েছে। টানা ৬০ দিনের কর্মসূচি। দেখতে দেখতে পেরিয়ে গিয়েছে অধিকাংশ দিন। অভিষেক কভার করেছেন প্রায় সব জেলা। বাকি দুই ২৪ পরগনা। পাহাড় থেকে সাগর এই কর্মসূচির শেষ হবে সাগরে অর্থাৎ কাকদ্বীপে। কর্মসূচীর মাঝে মমতা বন্দ্যোপাধ্যায় কয়েকবার যোগ দিয়েছেন। জঙ্গলমহলে ছিলেন মমতা। কাকদ্বীপেও থাকবেন মমতা। একদিকে তৃণমূলের নবজোয়ার কর্মসূচির সমাপ্তি হবে অন্যদিকে নির্বাচনী জনসভা হয়ে যাবে। পঞ্চায়েত নির্বাচনের ঢাকে কাঠি পড়ে গিয়েছে।

নির্বাচনী প্রচারকে কয়েক কদম বাড়িয়ে দেবে কাকদ্বীপের সভা। রক্তপাতহীন নির্বাচন চাইছে বাংলা। বাম আমলে রক্তের স্রোতে ভেসে গিয়েছে বাংলার পঞ্চায়েত ভোট। কংগ্রেসের আমলেও রক্ত ঝরেছে বাংলার পঞ্চায়েত ভোটে। ২০১১ সালে রাজ্যে পালাবদলের পর মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সরকার গড়ে ওঠে। তৃতীয় বারের জন্য ক্ষমতায় ফিরেছেন মমতা। বাংলার পঞ্চায়েত ভোটে যে রক্ত বাম আমলে স্নাত হতো সেই ধারা পুরোপুরি মুছে যায়নি। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবার বলেছেন রক্তপাতহীন পঞ্চায়েত নির্বাচন চাই। প্রকৃত প্রার্থী বাছাই করতে হবে। সেই প্রার্থী বাছাই এর প্রক্রিয়াও শুরু হয়েছে। রক্তপাতহীন নির্বাচনের বার্তা দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়ও। বাংলার মানুষ চান, বাংলার শাসক দল চাই রক্তপাতহীন নির্বাচন। বিরোধীদল গুলিকেও এগিয়ে আসতে হবে রক্তপাতহীন নির্বাচনের আবহ তৈরি করতে। এমনটাই মনে করছেন রাজনৈতিক সচেতন মানুষ।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট