‘ট্রেলার দেখিয়ে গেলাম, তিন মাস পর সিনেমা দেখাবো’: অভিষেক


মঙ্গলবার,০৬/০৬/২০২৩
544

‘তৃণমূলে নবজোয়ার’ কর্মসূচিতে পূর্ব মেদিনীপুরে অভিষেক বন্দ্যোপাধ্যায়। জনজোয়ারে ভাসছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। শুক্রবারও অভিষেকের কর্মসূচি ঘিরে ছিল স্বতস্ফূর্ততা। অভিষেক সোস্যাল মিডিয়ায় নিজের অভিজ্ঞতা শেয়ার করেছেন। লিখেছেন, “আজ এক বিরল ঘটনা আমার স্মৃতির মণিকোঠায় আজীবন স্থান করে থাকবে। রোড শো চলাকালীন এক বিশেষভাবে সক্ষম বৃদ্ধা আমার দিকে এগিয়ে আসেন। পরম মমতায় তিনি আমার দিকে এগিয়ে দেন তাঁর গাছের কয়েকটি ফল। শুধু আমাকে এই ফলগুলি দেবেন বলে ঘণ্টার পর ঘণ্টা তিনি নিজের শারীরিক কষ্ট ভুলে আমার জন্য অপেক্ষা করেছিলেন! এই উপহার আমার কাছে পরম আশীর্বাদ তুল্য। উপহারটি পেয়ে আমার অন্তরাত্মা যে কতখানি তৃপ্ত হয়েছে, তা কথায় প্রকাশ করা দুঃসাধ্য।

এই প্রাপ্তির মাঝেই তো লুকিয়ে রয়েছে জীবনের আসল মূলধন।” বৃহস্পতিবার নন্দীগ্রামে গভীর রাত পর্যন্ত চলেছিল অভিষেকের সভা। নন্দীগ্রামের মাটিতে দাঁড়িয়ে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে চ্যালেঞ্জ জানান তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এখন ট্রেলার দেখিয়ে গেলাম, তিন মাস পর সিনেমা দেখাবো, শুভেন্দু অধিকারীকে হুংকার অভিষেকের। ইডি সিবিআই নিয়ে কেন্দ্রকে কড়া ভাষায় আক্রমণ করেন অভিষেক। তিনি বলেন, ক্ষমতা থাকলে গ্রেফতার করে দেখাক।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট