এটা সত্য গোপন করার সময় নয় : মমতা


মঙ্গলবার,০৬/০৬/২০২৩
455

পাহাড় সফর বাতিল করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিন দিনের পাহাড় সফর বাতিল করে বালেশ্বরের দুর্ঘটনায় আহত ও নিহতদের পরিবারের সদস্যদের পাশে দাঁড়াতে আবারো ওড়িশা যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার নিহত চারজনের মৃতদেহ এসে পৌঁছায় শহরে। বিদ্যাসাগর সেতুতে টোল প্লাজার কাছে তাদের শ্রদ্ধা জানান মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, সবার প্রথম কাজ আহতদের ও নিহতদের পরিবারের পাশে থাকা। যারা পুলিশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তাদের পরিবারকে শক্তি জোগাতে হবে। নিহতদের দেহ যাতে সঠিকভাবে পরিবারের সদস্যদের হাতে তুলে দেওয়া সম্ভব হয় সে কাজে তদারকি করতে হবে। মমতা নিজেই বলেন, মঙ্গলবার আহত যাত্রীদের খবর নিতে কটক এবং ভুবনেশ্বর যাচ্ছেন। তাঁর সঙ্গে যাচ্ছেন রাজ্যের দুই মন্ত্রী শশী পাঁজা এবং চন্দ্রিমা ভট্টাচার্য।  সোমবার তিনদিনের জন্য পাহাড় সফরে যাওয়ার কথা ছিল মুখ্যমন্ত্রীর। কিন্তু ওড়িশায় চিকিৎসাধীন আহত যাত্রীদের চিকিৎসার তদারকি এবং দুর্ঘটনায় নিহতদের দেহ তাঁদের পরিবারের কাছে পৌঁছে দেওয়ার জন্য পাহাড় সফর বাতিল করেন তিনি।  

একগুচ্ছ কর্মসূচি নিয়ে পাহাড় সফর করার কথা ছিল মুখ্যমন্ত্রীর। পঞ্চায়েত নির্বাচনের আগে পাহাড়ের রাজনৈতিক দলগুলির সঙ্গে বৈঠক করার কথা ছিল তাঁর। বুধবার শিল্প সম্মেলনে যোগ দেবেন বলে ঠিক ছিল। কিন্তু বালেশ্বরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনার জন্য পাহাড় সফর বাতিল করে ওড়িশা যাওয়ার সিদ্ধান্ত নেন তিনি।
মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, এটা সত্য গোপন করার সময় নয়, সঠিক তদন্ত হওয়া দরকার। সিবিআই তদন্ত নিয়ে উষ্মা প্রকাশ করেন রাজ্যের মুখ্যমন্ত্রী। এর আগেও সিবিআই তদন্ত হয়েছে বিভিন্ন দুর্ঘটনায়। তদন্তে কিছুই উঠে আসেনি। আসলে বারেবারে সত্য গোপন করা হয়েছে বলে অভিযোগ। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন বালেশ্বরে ট্রেন দুর্ঘটনায় যারা মারা গিয়েছেন তার মধ্যে বাংলার ৯০ জনকে চিহ্নিত করা গিয়েছে। তাদের পরিবারের পাশে রাজ্য সরকার আছে বলে জানিয়েছেন মমতা। ক্ষতিপূরণের পাশাপাশি পরিবারের একজনকে চাকরি দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট