হাইকোর্টের প্রধান বিচারপতি পদে শপথ টি এস শিবজ্ঞানমের


বৃহস্পতিবার,১১/০৫/২০২৩
433

বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি পদে শপথ নিলেন টি এস শিবজ্ঞানম। প্রকাশ শ্রীবাস্তবের অবসর গ্রহণের পর টি এস শিবজ্ঞানম হলেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি। এদিন প্রধান বিচারপতির শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় সহ বিশিষ্টজনেরা।
কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি পদে বৃহস্পতিবার শপথ নিলেন টি এস শিবজ্ঞানম। কিছুদিন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হিসেবে দায়িত্বভার সামলানোর পর প্রধান বিচারপতি পদে শপথ গ্রহণ করলেন তিনি। প্রকাশ শ্রীবাস্তবের অবসর গ্রহণের পর টি এস শিবজ্ঞানম হলেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি। রাজ্যপাল সিভি আনন্দ বোস তাঁকে শপথ বাক্য পাঠ করান।
দেশের শীর্ষ আদালতের কলেজিয়ম তাঁকে প্রধান বিচারপতি পদের জন্য সুপারিশ করে। গত ৩০ মার্চ ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হিসাবে সেই নাম মঞ্জুর করে বিজ্ঞপ্তি জারি করে কেন্দ্রীয় আইনমন্ত্রক।

২০০০ সালে বাজপেয়ী সরকারের আমলে বিশেষ দায়িত্ব সামলেছেন বিচারপতি শিবজ্ঞানম। কেন্দ্রীয় সরকারের জুনিয়র স্ট্যান্ডিং কাউন্সিল হিসেবে দায়িত্ব সামলেছেন। ২০০৯ সালের ৩১ মার্চ প্রথম মাদ্রাজ হাইকোর্টের বিচারপতি হন। ২০২১ সালের অক্টোবর মাসে বিচারপতি পদে বদলি হয়ে আসেন কলকাতা হাইকোর্টে। গত ৩০ মার্চ ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হিসেবে বিজ্ঞপ্তি জারি করে কেন্দ্রীয় আইনমন্ত্রক।
৩১ মার্চ কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব নেন। ১১ মে ২০২৩ কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি পদে শপথগ্রহণ।
এদিন প্রধান বিচারপতির শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়, রাজ্য মন্ত্রিসভার সদস্য চন্দ্রিমা ভট্টাচার্য, ফিরহাদ হাকিম, মলয় ঘটক সহ বিশিষ্টজনেরা। রাজ্য মন্ত্রিসভার একাধিক সদস্য ছাড়াও উপস্থিত ছিলেন বর্ষীয়ান আইনজীবীরা। ছিলেন সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি অশোক গঙ্গোপাধ্যায়, আইনজীব অরুণাভ ঘোষ। চিরচারিত রীতি মেনে এদিন এই শপথ গ্রহণ অনুষ্ঠান হয়।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট