কংগ্রেস, সিপিএম এর পাল্টা সভা ভগবানগোলায়


শনিবার,২৯/০৪/২০২৩
2335

মুর্শিদাবাদ জেলার ভগবানগোলা বিধানসভার সুন্দরপুর অঞ্চলের গোবিন্দপুরে সুন্দরপুর অঞ্চল তৃনমূল কংগ্রেসের উদ্যোগে জনসভা হয়। সভাটি সন্চলনা করেন সুন্দরপুর অঞ্চলের তৃনমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি মিহির রায়। উক্ত পথসভায় প্রধান বক্তা ছিলেন ভগবানগোলা বিধানসভার বিধায়ক ইদ্রিস আলী। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা কমিটির সাধারণ সম্পাদক সাবিরুল ইসলাম, জেলা কমিটির সম্পাদিকা রাফিনা ইয়াসমিন,অঞ্চল সভাপতি জয়দুল ইসলাম, সদস্য সেখ মানোয়ার, সুন্দরপুর অঞ্চলের পর্যবেক্ষক সফিকুল ইসলাম, পর্যবেক্ষক সিকান্দার মহলদার, সাবিনা পারভিন, মহিলা নেত্রী মাফুজা বিবি, প্রধান হারুন, কৃষক সেলের নেতা মনিরুল ইসলাম, তৃনমূল কংগ্রেসের নেতা আরিফুল হক, আলমগীর সেখ,প্রমুখ।

বিধায়ক ইদ্রিস আলী বলেন, কংগ্রেস সিপিএম এখন বিজেপির সুরে কথা বলছে , এটা মোটেই ভাল লক্ষন নয়,এটা দেশের ও দশের অমঙ্গল এবং খুব দুঃখের। মমতা ব্যানার্জি কংগ্রেস ছেড়ে, নতুন দল তৃণমূল কংগ্রেস না করলে, সিপিএম কে হঠানো যেত না।যে সমস্ত সিপিএম, কংগ্রেস কর্মীদের খুন করেছে তাদের সঙ্গে আজ আঁতাত করেছে, মানুষ এটা মেনে নেবে না। তিনি আরও বলেন,বিজেপি সহ বিরোধীরা, আজ আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নামে মিথ্যা কুকথা বলছে সবসময়। কিন্তু মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বাংলার উন্নয়নকে বিশ্বের দরবারে নিয়ে যাওয়ার জন্য,নিরলস চেষ্টা করছেন এবং বাংলাকে সেই লক্ষ্যে পৌঁছে দিয়েছেন। নরেন্দ্র মোদী নিজের ব্যর্থতা, নিজের অপশাসন, পেট্রোল, ডিজেল, রান্না গ্যাস সহ নিত্য প্রয়োজনীয় পণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি যা জনবিরোধী কাজ সেই অন্যায়,অত্যাচার ঢাকতে তৃনমূল কংগ্রেসের ঘাড়ে দোষ চাপাচ্ছে। তিনি বলেন, বিজেপি মিথ্যাবাদী, ধাপ্পাবাজি,জালি সরকার তাকে হুঁশিয়ার করতে চাই,আর যদি বাংলার ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করা হয়, একশো দিনের কাজের টাকা আটকে দেওয়া হয় এবং বাংলার জনগণকে অপমান করা হয়, তবে মনে রাখবেন, বিজেপি ও কেন্দ্র সরকার বাংলার জনগণ তোমাকে ছেড়ে কথা বলবে না।তাই ২০২৪ সালে তোমার অর্থাৎ নরেন্দ্র মোদীর মৃত্যুঘণ্টা বাজিয়ে, ভারতবর্ষের পরবর্তী প্রধানমন্ত্রী হবেন সাম্প্রদায়িক সম্প্রীতির প্রতীক মমতা ব্যানার্জি। তিনি বলেন,আগামী ৬ই ও ৭ই এপ্রিল,অল ইন্ডিয়া তূনমুল কংগ্রেসের জাতীয় সাধারণ সম্পাদক সাংসদ অভিষেক ব্যানাজী ভগবানগোলায়” তৃনমূল কংগ্রেসের নব জনজোয়ার” কর্মসূচি করতে আসছেন, উক্ত সভায় আপনাদের উপস্থিত থাকার জন্য আহ্বান জানাচ্ছি।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট