লোডশেডিং এর জন্য দায়ী সাধারণ মানুষের অসচেতনতা : অরূপ বিশ্বাস


শনিবার,২২/০৪/২০২৩
487

রাজ্যে বিদ্যুতের কোন ঘাটতি নেই। জানালেন রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস। লোডশেডিংয়ের জন্য দায়ী সাধারণ মানুষের একাংশের অসচেতনতা। অনুমোদন না থাকা সত্ত্বেও বেশি বিদ্যুৎ ব্যবহার করার কারণে ট্রান্সফর্মারসহ যন্ত্রাংশ নষ্ট হচ্ছে। মন্তব্যর রাজ্যের বিদ্যুৎ মন্ত্রীর। নিজের বিধানসভা এলাকায় একটি স্কুলের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অরূপ বাবু। এই অনুষ্ঠানে বিদ্যুৎ সংক্রান্ত প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

গত কয়েকদিন ধরে রাজ্যে তাপ ও প্রবাহ চলছে। একাধিক এলাকায় লোডশেডিং এর ঘটনা ঘটে। এমনকি এক কাউন্সিলর এর বাড়ি ঘেরাও পর্যন্ত করেন সাধারণ মানুষ। বাসিন্দাদের অভিযোগ ছিল টানা লোডশেডিং চলছে এলাকায়। রাতভর এই গরমের মধ্যে কাটাতে হয়েছে। শুধু কলকাতা নয় , রাজ্যের বেশ কিছু এলাকায় ক্ষোভ ছড়িয়ে পড়ে লোডশেডিং জনিত কারণে। এ বিষয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস বলেন রাজ্যে বিদ্যুতের কোন ঘাটতি নেই। এই লোডশেডিংয়ের জন্য সাধারণ মানুষের একাংশের অসচেতনতাকে দায়ী করেন তিনি। বিদ্যুৎ মন্ত্রী বলেন, অনুমোদন ছাড়াই অতিরিক্ত বিদ্যুৎ ব্যবহার করছে বহু মানুষ। বিদ্যুৎ দপ্তরে আবেদন না করেই অতিরিক্ত বিদ্যুৎ ব্যবহার করা হচ্ছে। অনেক ক্ষেত্রে দেখা গেছে বাড়িতে একটি এসি চালানো হতো সেখানে সংখ্যাটা বেড়ে গিয়েছে। পাখা থেকে লাইট কিংবা টিভি ফ্রিজ সবই বেড়েছে। কিন্তু তার জন্য যে অতিরিক্ত বিদ্যুৎ ব্যবহার করা হচ্ছে তার কোন অনুমোদন নেওয়া নেই। এর চাপ পড়ছে ট্রান্সফরমার সহ বৈদ্যুতিক যন্ত্রাংশে। অনেক ক্ষেত্রে অতিরিক্ত চাপ নিতে না পেরে ট্রান্সফরমার পুড়ে যাচ্ছে, যন্ত্রাংশ নষ্ট হয়ে যাচ্ছে। একটা ট্রান্সফরমার পুড়ে গেলে তা মেরামত করার সময় দিতে হবে। কিন্তু সেই সময় না দিয়েই বিক্ষোভ দেখানো হচ্ছে। বিদ্যুৎমন্ত্রীর আবেদন যারা অতিরিক্ত বিদ্যুৎ ব্যবহার করতে চান বিদ্যুৎ দপ্তরে আবেদন করুন। সেইমতো সেই এলাকার বিদ্যুতের ক্ষমতা বৃদ্ধি করা হবে। অতিরিক্ত চাপ পড়বে না ট্রান্সফরমায়।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট