‘দগ্ধ’ কলকাতায় নাগরিকদের সুস্থ রাখতে পুরসভার উদ্যোগ


শনিবার,১৫/০৪/২০২৩
5719

রাজ্য জুড়ে চলছে তাপ প্রবাহ। ‘দগ্ধ’ কলকাতা । এই পরিস্থিতিতে শহরবাসীর শারীরিক সুরক্ষায় ও তাপপ্রবাহের মোকাবিলায় বেশ কিছু সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে কলকাতা পুরসভা। কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম বলেন, অতিরিক্ত অ্যাম্বুলেন্স পরিষেবা থেকে শুরু করে জলের অতিরিক্ত ব্যবস্থা থাকবে। দুপুরের দিকে গরমে যতটা না বেরোনো যায় তার পরামর্শ দিয়েছেন মেয়র। তিনি বলেন, অত্যন্ত তাপপ্রবাহ চলছে। মানুষ অসুস্থ হয়ে যাবে। এত গরমে লু এর মত পরিস্থিতি। আমরা কলকাতা পৌর সংস্থার পক্ষ থেকে একটা বিজ্ঞপ্তি বার করেছি। যেখানে আমরা অ্যাম্বুলেন্স তৈরি রাখতে বলেছি। যাতে মানুষ অসুস্থ হলে সঙ্গে সঙ্গে তাদের কে হাসপাতালে নিয়ে যাওয়া যায়। রাজ্য সরকার তৎপর। যেখানে জলের সংকট না হয়। মানুষ ঠিক মত জল পাই আমরা সেরা দেখব।

এছাড়া রাজ্য সরকারের তরফ থেকে ও বলা হয়েছে যতটা পারলে দুপুর বেলা বাড়ি থেকে যাতে মানুষ না বেরোই। পৌর কর্মী দের সকালে কাজ করতে বলেন তিনি। সকালে ১২ টা আগে কাজ শেষ করে যাতে ১২ টা থেকে বিকেল ৪ টে কেউ কাজ না করেন। সেটা আমি বলবো। তিনি জল সরবরাহ বিষয় বলেন সব জায়গায় জল আসে। কম বেশি সব জায়গায় জল আছে। এই সময় যেহুতু গঙ্গার জল স্তর কমে যায়। সেই কারণে যখন জল উঠে তার সঙ্গে কাদা উঠে। ফলে জল কে পরিষ্কারের করার জন্য একটু জলের গতি কমে যায় বলে জানান মেয়র। তিনি আরো জানান যে এই সময় টিউব হুইল গুলিতে জলের স্তর নিচে থাকে। আমরা চেষ্টা করছি যাতে কোনো জায়গায় জল সরবরাহ বিঘ্নিত না হয় বলে জানান তিনি। গরমের সময় মানুষ তিন গুন বেশি জল ব্যাবহার করেন। জল তো বাড়ে না । কিন্তু জলের চাহিদা বেড়ে যায়। তবে কলকাতায় কোনো জলের সংকট নেই বলে দাবি করলেন কলকাতা পৌর সংস্থার মেয়র ফিরহাদ হাকিম। এছাড়া পাম্পিং স্টেশন থেকে দূরে থাকা অঞ্চলগুলোতে জলের ট্যাংকের মাধ্যমে জল সরবরাহ করা হচ্ছে বলে জানান তিনি। তবে পৌর স্কুলে গরমের সময় বাচ্চাদের স্কুলে আসা বাধ্যতামূলক নয়। তাদের অসুবিধা হলে তারা স্কুলে না ও আসতে পরে। তবে সময় এগিয়ে নিয়ে আসার বিষয় শিক্ষা দফতর দেখবে বলে জানালেন তিনি। তবে পৌর স্কুলগুলি যে সব সকালে চলছে। সেটা একই ভাবে চলবে বলে জানালেন মেয়র ফিরহাদ হাকিম।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট