রণক্ষেত্র বারাসাত – ডেপুটেশনের নামে সম্পত্তি নষ্ট করলো সিপিএম: অভিযোগ প্রশাসনের


বুধবার,১২/০৪/২০২৩
1946

মঙ্গলবার পূর্ব নির্ধারিত সূচী মোতাবেক উঃ চব্বিশ পরগনা জেলা পরিষদে ডেপুটেশন দিতে হাজির হয় সিপিএম এর শাখা সংগঠন।ডেপুটেশনের নামে পুলিশের ব্যারিকেড ভেঙে জেলা পরিষদের সম্পত্তি ব্যাপকহারে ভাঙচুর করে বলে প্রশাসনের পক্ষ থেকে দাবি করা হয়। বলাবাহুল্য জেলা পরিষদের মূল ভবনের সামনে সৌন্দর্য বৃদ্ধির জন্য বিশ্ব বাংলা লোগো ও বিভিন্ন ধরনের ফুলের গাছে ব্যাপকহারে ক্ষয়ক্ষতি করে। পাশাপাশি ভবনের মূল ফটকও ভাঙচুর করে।হামাঙ্গা প্রসঙ্গে টেলিফোনে ক্ষমতাশীল দলের নেতা নারায়ন গোস্বামী বলেন এইধরনের অশোভনীয় কাজ মা মাটি মানুষের সরকার মেনে নেয় না।রাম বাম খাম এক হয়ে যে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করেছে তাতে জেলা পরিষদের সম্মান হানি হয়েছে।তাই প্রশাসনের আধিকারিকদের আইনানুগ ব্যবস্থা গ্ৰহনের আর্জি জানায়।

সকাল থেকে জেলা পরিষদে নিজের দপ্তর বন ও ভূমি বিভাগে কর্মরত থাকা অবস্থায় কর্মাধ্যক্ষ একেএম ফারহাদ লক্ষ্য করেন বাইরে ব্যাপকহারে হাঙ্গামা হচ্ছে। তিনি সপরিষদ বাইরে এসে দেখেন সিপিএম এর হার্মাদ বাহিনী জেলা পরিষদের সম্পত্তি ব্যাপকহারে ভাঙচুর করছে। ফারহাদ তীব্র ধিক্কার জানায় সিপিএম এর হার্মাদ বাহিনীকে। তিনি বলেন মাননীয়া মুখ্যমন্ত্রী শ্রীমতি মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় যেভাবে রাজ্যজুড়ে উন্নয়নের জোয়ার বইছে তাতে আতঙ্কিত হয়ে রাম,বাম,খাম এক হয়ে উঃ চব্বিশ পরগনা জেলা পরিষদ আক্রমণ করলো।পুলিশ প্রশাসনের কর্মকর্তাদের কাছে তিনি আর্জি জানায় অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট