বিতর্ক এড়াতে নীরব মেয়র


শনিবার,০৮/০৪/২০২৩
4376

পার্কিং ফি নিয়ে সৃষ্টি হওয়া বিতর্ক নিয়ে কোন মন্তব্য করা থেকে বিরত থাকলেন রাজ্যের মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তর জোড়হাত করে এড়িয়ে গেলেন মেয়র। রাজ্যের বিভিন্ন প্রান্তে চালু হওয়া দুয়ারে সরকার প্রকল্পের কাজ দেখতে দিন চেতলা রাখি সংঘ ক্লাবে আসেন ফিরহাদ হাকিম। এ প্রসঙ্গে তিনি জানান দুয়ারে সরকারের বিভিন্ন প্রকল্পের সিংহভাগ কাজ শেষ হয়ে গেছে। যেটুকু কাজ বাকি রয়েছে তা আগামী কিছুদিনের মধ্যেই সম্পন্ন করে ফেলা হবে, বলেও এদিন জানান ফিরহাদ।

ড্রাই ওয়েস্ট ম্যানেজমেন্ট এর লক্ষ্যে শহর কলকাতার প্রত্যেকটি বাড়িতে বাড়িতে যে বিন বা বালতি দেওয়া হচ্ছে তা নিয়েও স্বজনপোষণ ও দুর্নীতির অভিযোগ করেছেন কলকাতা পুরসভার বিজেপি কাউন্সিলর সজল ঘোষ। যদিও এ বিষয়টিকে সম্পূর্ণ উড়িয়ে দিয়ে এদিন ফিরহাদ বলেন কে কি বলছে তাদের কান দেওয়ার কোন প্রয়োজন নেই। কলকাতার মানুষের স্বার্থে কলকাতা পুরসভা তার উন্নয়নমূলক কাজের ধারাকে অব্যাহত রাখবে বলেও এদিন মন্তব্য করলেন ফিরহাদ হাকিম ।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট