সাংসদ পদ খারিজ হল রাহুল গান্ধীর। বৃহস্পতিবারই মানহানির মামলায় ২ বছরের জেলে হয় রাহুল গান্ধীর। রায় ঘোষণার একদিনের মাথাতেই খারিজ হল রাহুল গান্ধীর সাংসদ পদ।
রাহুল গান্ধীর পাশে তৃণমূল কংগ্রেস। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় টুইট করে তার সাংসদ পদ খারিজ নিয়ে কেন্দ্রকে নিশানা করলেন। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন গণতন্ত্রকে ধ্বংস করা হচ্ছে। সাংবিধানিক স্ট্রাকচার ভেঙে দেওয়া হচ্ছে। বিভিন্ন অপরাধে অভিযুক্ত বিজেপির সাংসদরা মন্ত্রিসভায় ঠায় পাচ্ছেন। আর বাক স্বাধীনতা কেড়ে নিয়ে বিরোধীদের উপর আক্রমণ চলছে। দেশের বিরোধীতবিরোধীদের মূল টার্গেট করা হয়েছে। রাহুল গান্ধীর সাংসদ পথ খারিজ নিয়ে মুখ খুলেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। নাম না করে রাহুল গান্ধীর পাশে দাঁড়িয়েছেন তিনি। অভিষেক টুইটে লিখেছেন
বিরোধীরা আক্রান্ত, গণতন্ত্র বিপন্ন। রাহুল গান্ধীর সাংসদ পদ খারিজ নিয়ে নাম না করে পাশে দাঁড়ালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
সাংসদ পদ খারিজ হল রাহুল গান্ধীর, রাহুল গান্ধীর পাশে তৃণমূল কংগ্রেস
শুক্রবার,২৪/০৩/২০২৩
349