IIT’র স্নাতকোত্তর স্তরে প্রবেশিকা পরীক্ষায় চতুর্দশ স্থান অধিকার করলো পুরুলিয়ার কন্যা


বৃহস্পতিবার,২৩/০৩/২০২৩
761

সারা দেশের মধ্যে IIT’র স্নাতকোত্তর স্তরে প্রবেশিকা পরীক্ষায় রসায়ন বিভাগে চতুর্দশ স্থান অধিকার করলো পুরুলিয়ার কন্যা ইতি মাহাতো। জেলার কাশীপুরের ভালাগড়া গ্রামের মেয়ে ইতি ছোট থেকেই মেধাবী। রঘুনাথপুর কলেজে রসায়নে অনার্স পড়তে পড়তেই IIT’তে স্নাতকোত্তর পড়ার স্বপ্ন দেখতে থাকে সে। সেই প্রস্তুতিও নিতে থাকে ইতি। গত ফেব্রুয়ারি মাসে দুর্গাপুরে IIT-র জয়েন্ট অ্যাডমিশন টেস্ট ফর মাস্টার্সে বসে সে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট