রাজ্যের পাওনা টাকা আটকে রেখেছে কেন্দ্র, ২৯ ও ৩০ মার্চ ধর্নায় বসছেন মমতা


মঙ্গলবার,২১/০৩/২০২৩
331

অখিলেশ যাদবের সঙ্গে বৈঠক করেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সমাজবাদী দলের প্রধান অখিলেশ মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে এসে বৈঠক করেন। এবার মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠক করবেন ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়কের সঙ্গে। আগামী বৃহস্পতিবার এই বৈঠক হওয়ার কথা। ইতিমধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায় ওড়িশা সফরে পৌঁছেছেন। আগামীকাল পুরীর জগন্নাথ মন্দিরে পুজো দেবেন রাজ্যের মুখ্যমন্ত্রী। মঙ্গলবার কলকাতা বিমানবন্দরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, এটা সংগঠিত বিরোধীদের বৈঠক নয়। এটি ব্যক্তিগত এবং সৌজন্য সাক্ষাৎ। নবীন পট্টনায়ককে আমি বলেছিলাম যখন উড়িষ্যা যাব তখন আপনার সঙ্গে দেখা করব। ২৩ তারিখ আমি ওনার সঙ্গে দেখা করব। আগামীকাল পুরীর জগন্নাথ মন্দিরের পুজো করব। পরশুদিন তার সঙ্গে সাক্ষাৎ করব। পর আমি কলকাতায় ফিরে আসব। শুক্রবার বীরভূমের ব্লক স্তরের নেতাদের সঙ্গে বৈঠক করব। পর অঞ্চল স্তরের নেতাদের সঙ্গে বৈঠক হবে। এরপর কুমার স্বামীর সঙ্গে সাক্ষাতের বিষয় রয়েছে। তিনি বাড়িতে এসে আমার সঙ্গে দেখা করবেন।


মমতা বন্দ্যোপাধ্যায় আরো বলেন রাজ্যের পাওনা টাকা কেন্দ্র দিচ্ছে না। ১০০ দিনের কাজের টাকা আটকে রেখেছে। আবাস যোজনা টাকা দিচ্ছেনা। দেশের অন্যান্য রাজ্য কে যখন টাকা দেয়া হচ্ছে তখন বাংলার টাকা আটকে রাখা হচ্ছে। বিজেপি সহ বিরোধীদের অভিযোগ শুনে কেন্দ্র প্রতিনিধি দল পাঠাচ্ছে। পশ্চিমবঙ্গের জেলায় জেলায় কেন্দ্রীয় প্রতিনিধি দল সরজমিনে খতিয়ে দেখেছে। কোন কিছুই খুঁজে পাইনি। তারপরেও রাজ্যের টাকা আটকে রাখা হচ্ছে। প্রধানমন্ত্রীর সঙ্গে কয়েকবার দেখা করা হয়েছে। বেশ কয়েকবার চিঠি লেখা হয়েছে। তারপরেও কেন্দ্রীয় বাংলাকে বঞ্চনা করে চলেছে। এর প্রতিবাদে আগামী ২৯ ও ৩০ মার্চ বিয়ার আম্বেদকরের মূর্তি পাদদেশে ধরনায় বসবো।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট