কলকাতায় সাংবাদিক বৈঠকে মুখোমুখি হলেন সমাজবাদী দলের শীর্ষ নেতা অখিলেশ যাদব। উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকারের কড়া সমালোচনা করেন। উত্তরপ্রদেশের আইন-শৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলে তিনি। উত্তরপ্রদেশে ফেক এনকাউন্টারে খুন করা হয় বলে অভিযোগ তার। আগামী লোকসভা নির্বাচনে কংগ্রেস ও বিজেপিকে বাদ দিয়ে বিভিন্ন আঞ্চলিক দলকে ঐক্যবদ্ধ করার কাজ চলছে বলে জানিয়েছেন তিনি। দেশে বিজেপি বিরোধী একটা বিকল্প জোট গড়ে উঠবে বলে মনে করেন এই সমাজবাদী নেতা। অখেলেশ বলেন বিজেপিকে কেন্দ্র থেকে হঠাতে হবে। এই লক্ষ্য নিয়ে আঞ্চলিক দলগুলোকে এক জোট করার প্রক্রিয়া শুরু হয়েছে। বিকল্প মুখ সঠিক সময়ে সামনে আসবে বলে জানান তিনি।
কলকাতায় সাংবাদিক বৈঠকে অখিলেশ যাদব
রবিবার,১৯/০৩/২০২৩
433