নির্ধারিত সময়ের আগেই কালবৈশাখী


শনিবার,১৮/০৩/২০২৩
569

প্রকৃতির খামখেয়ালে, নির্ধারিত সময়ের আগেই কালবৈশাখীর আগমন ঘটেছে বাংলায়।বুধবার উত্তরবঙ্গে দুর্যোগে পর বৃহস্পতিবার রাতে মরসুমের প্রথম কালবৈশাখীর দাপটে কলকাতা সহ দক্ষিণের জেলাগুলিতেও সন্ধ্যা থেকে চলে ঝড়-বৃষ্টি। শুক্রবার সকাল থেকেই আকাশের মুখ ছিল ভার। আবহাওয়া দফতর সূত্রে খবর, ২০ তারিখ পর্যন্ত রাজ্যে এই দুর্যোগ চলবে। ওই সময় পর্যন্ত দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই হবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি এবং শিলাবৃষ্টি। ভিজবে উত্তরও। ১৮ তারিখ ঝড়-বৃষ্টির দাপট সবথেকে বেশি থাকবে। ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া-সহ বৃষ্টি হতে পারে বলে জানাচ্ছে হাওয়া অফিস। ১৯ তারিখে মালদা এবং দুই দিনাজপুর উপরের জলপাইগুড়ি বিক্ষিপ্ত ভাবে ভারী বৃষ্টি হতে পারে। অল্প বিস্তর ঝড়বৃষ্টির পূর্বাভাষ রয়েছে দক্ষিণ বঙ্গের প্রায় সব জেলাতেই।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট