কন্যাশ্রী প্রকল্পে দুর্নীতি নিয়ে সরব বিধায়ক


বুধবার,১৭/০৬/২০১৫
620

মোল্লা জসিমউদ্দিন, বর্ধমানঃ সম্প্রতি বিধানসভা চলাকালীন মঙ্গলকোটের বাম বিধায়ক শাহজাহান চৌধুরী বিভিন্ন বিষয় নিয়ে সরব হয়েছিলেন। মঙ্গলকোট মাথরুণ উচ্চ বিদ্যালয়ে এক ভূয়ো ছাত্রীর নামে কন্যাশ্রী প্রকল্পে টাকা হাতিয়ে নেয় মুর্শিদাবাদের এক ব্যক্তি। প্রশাসনিক স্তরে তদন্ত হয়। তবে ব্যবস্থা গ্রহণে সদিচ্ছা দেখায়নি স্কুল কতপক্ষ। এই বিষয়টি নিয়ে মন্ত্রী শশী পাঁজার কাছে তদন্ত দাবি করেন শাহজাহান সাহেব। কি করে বিদ্যালয়ে ওয়েবসাইট পাসওয়াট এবং ডিজিটাল সাক্ষর জানলেন প্রতারক ব্যক্তি। তা অজানা। প্রসঙ্গত মন্ত্রী শশী পাঁজা মঙ্গলকোটে মাঝীগ্রাম উচ্চ বিদ্যালয়ে ‘র পরিচালন সমিতির সম্পদিকা। তাই আর্থিক দুর্নীতির স্বচ্ছ তদন্তের দাবি এলাকার অভিভাবকদের।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট