দুই বাংলার মানুষ এদেশ থেকে আরেক দেশে যাতায়াত শুরু


শনিবার,১৮/০৩/২০২৩
392

মালদার মহদিপুরে ভারত- বাংলাদেশ আন্তর্জাতিক বাণিজ্য সীমান্তে করোনার সময় থেকেই যাতায়াতের ব্যবস্থা বন্ধ ছিল। ইমিগ্রেশন চেক পোস্ট নতুন করে চালু করা নিয়েও তৈরি হয়েছিল নানান জটিলতা। যার ফলে পাসপোর্ট এবং ভিসা থাকলেও মহদিপুর সীমান্ত পেরিয়ে দুই পারের মানুষ এক দেশ থেকে আরেক দেশে যাতায়াত করতে পারছিলেন না। ব্যবসায়িক ক্ষেত্রে পণ্যবাহী লরি যাতায়াত করলেও, পাসপোর্ট ও ভিসা পদ্ধতির মাধ্যমে সাধারণ মানুষের মালদার এই ইন্দো-বাংলাদেশ বর্ডার দিয়ে যাতায়াতের ব্যবস্থা বন্ধ ছিল। অবশেষে দীর্ঘ জটিলতা কাটিয়ে ভারত সরকারের নির্দেশে মালদার মহদিপুর আন্তর্জাতিক ভারত-বাংলাদেশ সীমান্তের ইমিগ্রেশন চেকপোস্ট খুলে দেওয়া হলো।বৃহস্পতিবার দুপুরে ঘটা করে এই ইমিগ্রেশন চেকপোস্ট খুলে দেওয়ার পর দুই বাংলার মানুষ এদেশ থেকে আরেক দেশে যাতায়াত শুরু করেন। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাংলাদেশে কর্মরত ভারতের ডেপুটি হাইকমিশনার মনোজ কুমার, অতিরিক্ত জেলাশাসক বৈভব চৌধুরী, মহদিপুর এক্সপোটাস্ অ্যাসোসিয়েশনের সম্পাদক প্রসেনজিৎ ঘোষ সহ বিশিষ্টজনেরা।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট