কলকাতার চারু মার্কেট থানা এলাকার প্রিন্স আনোয়ার শাহ রোডে অবস্থিত একটি বেকারির ওপর হামলার অভিযোগ উঠেছে। বেকারির মালিক প্রদীপ কুমার সাহার অভিযোগ, গ্রেট বেঙ্গল বেকারি ৬৫ বছরের পুরনো কারখানা। এর ওপর হামলা চালানো হয়েছে, বন্ধ করে দেওয়া হয়েছে। কারখানার একাংশ কেনা, বাকিটা ভাড়া। প্রমোটারি থাবায় নিজের অংশেও ঢুকতে পারছেন না। প্রমোটাররা ওই জায়গায় বহুতল গড়তে চাই। তাই জোর করে উচ্ছেদ করতে চাইছে।
বেকারি শিল্পের সংগঠন দি জয়েন্ট অ্যাকশন কমিটির সম্পাদক ইদ্রিশ আলি বলেন, আদালতের নিষেধাজ্ঞা সত্বেও ওই কারখানার মুখে দেওয়াল তুলে দেওয়া হয়েছে। বিষয়টি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জানানো হচ্ছে বলে জানান তিনি।
৬৫ বছরের পুরনো কারখানায় হামলা
বৃহস্পতিবার,১৬/০৩/২০২৩
1889