রেডিওর বিপ্লব ‘মন কি বাত’ শততম পর্বে পা দেবে আগামী মাসে। আকাশবাণীর সবচেয়ে জনপ্রিয় অনুষ্ঠান, প্রধানমন্ত্রীর ‘মন কি বাত’-এর শততম সংস্করণ শোনা যাবে ৩০শে এপ্রিল। দেশের রূপান্তরে এই অনুষ্ঠানের প্রভাব তুলে ধরতে গতকাল থেকে, বিশেষ প্রচার শুরু করেছে আকাশবাণী। মন কি বাত-এ প্রধানমন্ত্রীর ভাবনা-চিন্তার কিছু অংশ প্রতিদিন শোনা যাবে, সংবাদ ও অন্যান্য অনুষ্ঠানে ২৯ শে এপ্রিল পর্যন্ত, আকাশবাণীর সব ক’টি প্রচার তরঙ্গে।
পরিচ্ছন্নতা নিয়ে গান্ধীজীর ভাবনাকে আত্মস্থ ক’রে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ২০১৪-এ ‘গান্ধী জয়ন্তী’র দিন, দেশজুড়ে ‘স্বচ্ছতা অভিযানে’র সূচনা করেছিলেন। দেখতে দেখতে সেই অভিযান ‘জন আন্দোলনে’র রূপ নেয়। দেশকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার কাজ বছরভর চালানোর ওপর মন কি বাত-এ এভাবেই গুরুত্ব দিয়েছিলেন প্রধানমন্ত্রী।
“মন কি বাত” শততম পর্বে পা দেবে আগামী মাসে
বৃহস্পতিবার,১৬/০৩/২০২৩
231