নিজস্ব সংবাদদাতা : ফের নগদ পঞ্চাশ লক্ষ টাকা উদ্ধার হাওড়া স্টেশনে। আটক অভিযুক্ত। কোথা এল এত টাকা? কোথায়ইবা নিয়ে যাচ্ছিল? সদুত্তর মেলেনি এখনও। জেনে রাখা ভালো ধৃতের নাম প্রহ্লাদ রাম জাখর। বাড়ি, রাজস্থানের বিকানের শহরে। শুক্রবার হাওড়া স্টেশনে ৮ নম্বর প্ল্যাটফর্মে ঘোরাঘুরি করছিলেন প্রহ্লাদ। পিঠে ছিল একটি ব্যাগ! কেন? ঘটনাটি নজরে পড়তেই সন্দেহ হয় স্টেশনে কর্তব্যরত আরপিএফ জওয়ানদের। আটক করা হয় ভিনরাজ্যের ওই যুবক। তারপর? পিঠে যে ব্যাগ ছিল, সেই ব্যাগে তল্লাশি করে পাওয়া যায় নগদ পঞ্চাশ লক্ষ টাকা! কিন্তু সঙ্গে বৈধ কাগজপত্রও ছিল। এমনকী, ওই টাকা উৎস কী? সে সম্পর্কেও কিছু জানাতে পারেননি প্রহ্লাদ। সমস্ত টাকা বাজেয়াপ্ত করা হয়েছে বলে সূত্রের খব
ফের নগদ পঞ্চাশ লক্ষ টাকা উদ্ধার হাওড়া স্টেশনে
মঙ্গলবার,১৪/০৩/২০২৩
544