খবরইন্ডিয়াঅনলাইনঃ কোপা আমেরিকার ম্যাচে জয়ের মুখ দেখেছে আর্জেন্টিনা।
বাংলাদেশ সময় বুধবার ভোরে গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে আর্জেন্টিনা ১-০ গোলে হারিয়েছে উরুগুয়েকে।
বেশ কয়েকবার গোলের সুযোগ পেলেও কাজে লাগাতে পারেনি লিওনেল মেসির দল।
গোলৈ করার পর অ্যাগুয়েরোকে নিয়ে আর্জেন্টিনা দলের উচ্ছ্বাস
দ্বিতীয়ার্ধের ৫৬ মিনিটে দুর্দান্ত গোল করে আর্জেন্টিনাকে জয়ের মুখ দেখান সার্জিও অ্যাগুয়েরো।
ম্যাচটির প্রথমার্ধের খেলা গোলশূন্য থাকার পর দ্বিতীয়ার্ধে দলকে এগিয়ে দেন সার্জিও অ্যাগুয়েরো।
খেলার ৫৬ মিনিটে দুর্দান্ত গোলটি করেন তিনি।
কোপা আমেরিকার প্রথম ম্যাচে আর্জেন্টিনা প্যারাগুয়ের বিপক্ষে প্রথমে ২-০ গোলে এগিয়ে থাকলেও ২-২ গোলে ম্যাচটি ড্র হয়। ওই ম্যাচের পর বেশ চাপে পড়ে গিয়েছিল আর্জেন্টিনা।