দোলযাত্রা উপলক্ষ্যে লোকাল ট্রেন পরিষেবা নিয়ন্ত্রণ


সোমবার,০৬/০৩/২০২৩
570

দোলযাত্রা উপলক্ষ্যে আগামীকাল, মঙ্গলবার ৭ ই মার্চ পূর্ব রেলের হাওড়া ও শিয়ালদা ডিভিশনের শহরতলির লোকাল ট্রেন পরিষেবা নিয়ন্ত্রণ করা হবে। ওই দিন হাওড়া ডিভিশনে EMU লোকাল রবিবারের সময় সূচি অনুসারে চলবে।

শিয়ালদা ডিভিশনে ২৩৩ টি লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। এর মধ্যে রয়েছে শিয়ালদা মেন শাখায় ১০৫, বনগাঁ শাখায় ৩৩, হাসনাবাদ শাখায় ১৭, ডানকুনি শাখায় ১৬ এবং শিয়ালদা দক্ষিণ শাখায় ৬২ টি EMU লোকাল।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট