রাজ্য সরকারের ঘোষিত ‘রাস্তাশ্রী’ প্রকল্পের কাজ আগামী ১৫ তারিখ থেকে আনুষ্ঠানিকভাবে শুরু


সোমবার,০৬/০৩/২০২৩
514

গ্রামীণ রাস্তা নির্মাণ ও সংস্কারের জন্য রাজ্য সরকারের ঘোষিত ‘রাস্তাশ্রী’ প্রকল্পের কাজ আগামী ১৫ তারিখ থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ঐদিন প্রকল্পের আনুষ্ঠানিক সূচনা করতে পারেন বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে। ২০২৩-২৪ অর্থবর্ষের রাজ্য বাজেটে গ্রাম বাংলায় নতুন রাস্তা নির্মাণ ও রাস্তা সংস্কারের জন্য ‘রাস্তাশ্রী’ নামে এই নতুন প্রকল্প ঘোষণা করেছেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। ২০২৩-২৪ অর্থবর্ষে এই প্রকল্পের জন্য ৩ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। ঠিক করা হয়েছে এই প্রকল্পের মাধ্যমে গ্রাম বাংলার প্রায় ১১ হাজার ৫০০ কিমি গ্রামীণ রাস্তা হয় সংস্কার করা হবে নাহয় তা নতুন করে তৈরি করা হবে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট