সাধারণতন্ত্র দিবসের অঙ্গ হিসাবে জাতীয় রাজধানীতে আজ প্রথম মিলিটারি ট্যাটু অ্যান্ড ট্রাইবাল ডান্স ফেস্টিভ্যালের সূচনা হচ্ছে। নতুন দিল্লীর জওহরলাল নেহরু স্টেডিয়ামে আদি শৌর্য পরব্ পরাক্রম অনুষ্ঠানের আওতায় বিশেষ এই ইভেন্টের আয়োজন করা হয়েছে। নেতাজী সুভাষচন্দ্র বসু এবং দেশের স্বাধীনতা গ্রামে তাঁর অবদান তুলে ধরা হবে এই অনুষ্ঠানে। পাশাপাশি ভারতের বৈচিত্র্যময় আদিবাসী সংস্কৃতিও প্রদর্শিত হবে।
রাজধানীতে আজ প্রথম মিলিটারি ট্যাটু অ্যান্ড ট্রাইবাল ডান্স ফেস্টিভ্যালের সূচনা
সোমবার,২৩/০১/২০২৩
877