জয়হিন্দ জয়তু নেতাজী লেখনীর আলোকিতকরণের সূচনা


রবিবার,২২/০১/২০২৩
648

নেতাজীর জন্মদিনের প্রাক্কালে গতকাল এলগিন রোডে নেতাজীর বাসভবনের সামনে জয়হিন্দ জয়তু নেতাজী লেখনীর আলোকিতকরণের সূচনা হয়েছে। উপস্থিত ছিলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম ও প্রাক্তন সাংসদ অধ্যাপক সুগত বসু। মেয়র বলেন, জয়হিন্দ ধ্বনি দেশের অনুপ্রেরণার প্রতীক। অধ্যাপক বসু বলেছেন, জয়হিন্দ ধ্বনিকে গোটা দেশে ছড়িয়ে দেওয়ার উদ্যোগ নিতে হবে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট