রাজ্যে নয় মাস থেকে ১৫ বছর পর্যন্ত শিশুদের হাম ও রুবেলার বিশেষ টিকাকরণ


মঙ্গলবার,১৭/০১/২০২৩
1115

রাজ্যে নয় মাস থেকে ১৫ বছর পর্যন্ত শিশুদের হাম ও রুবেলার বিশেষ টিকাকরণ অভিযানের দ্বিতীয় সপ্তাহে শহরের বেসরকারি স্কুল ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পড়ুয়াদের টিকা দেওয়ার কাজ শুরু হয়েছে।এর পাশাপাশি বিভিন্ন ক্লাব ও স্বেচ্ছাসেবী সংস্থার মাধ্যমে টিকাকরণের কাজ চলছে। কলকাতা প্রেস ক্লাবে আজ শহরের সাংবাদিকদের পরিবারের ছেলেমেয়েদের জন্য বিশেষ টিকাকরণ শিবিরের আয়োজন করা হয়।ওই শিবিরে অংশ নিয়ে রাজ্যের স্বাস্থ্য দফতরের সহকারী অধিকর্তা ডাক্তার পার্থ দে জানিয়েছেন, কলকাতায় মোট ১১লক্ষ ছেলে-মেয়েকে হাম ও রুবেলা টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে।
১১ই ফেব্রুয়ারি পর্যন্ত টিকাকরণ কর্মসূচির অগ্রগতি পর্যালোচনার পর অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিতে আরো এক দফা বিশেষ টিকাকরণ অভিযান চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে তিনি জানিয়েছেন।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট