নেপালের পোখরায় ভেঙে পড়া বিমানটির দুটি ব্ল্যাক বক্স উদ্ধার করা হয়েছে। ইয়েতি এয়ারলাইন্সের মুখপাত্র সুদর্শন বারতৌল্লা জানিয়েছেন, অসামরিক বিমান পরিবহণ কর্তৃপক্ষের হাতে ব্ল্যাকবক্স দুটি তুলে দেওয়া হয়েছে। এর একটি, ককপিট ভয়েস রেকর্ডার এবং অপরটি ফ্লাইট ডেটা রেকর্ডার। এই দুটির তথ্য, দুর্ঘটনার কারণ জানতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে। ৬৮ জন যাত্রী এবং চারজন কর্মীকে নিয়ে কাঠমান্ডু থেকে পোখরা যাওয়ার পথে ইয়েতি এয়ারলাইন্সের ATR-72 বিমানটি গতকাল পোখরা এয়ারপোর্টের কাছেই ভেঙে পড়ে। যাত্রীদের মধ্যে ৫ জন ছিলেন ভারতীয়। এপর্যন্ত ৬৮-টি দেহ দুর্ঘটনাস্হল থেকে উদ্ধার করে পোখরা অ্যাকাডেমী হেল্থ সাইন্সেসে-এ নিয়ে যাওয়া হয়েছে। চলছে সনাক্তকরণের প্রক্রিয়া। বিদেশী যাত্রীদের এবং অসনাক্ত দেহগুলি কাঠমান্ডু পাঠানো হবে।
নেপালের পোখরায় ভেঙে পড়া বিমানটির দুটি ব্ল্যাক বক্স উদ্ধার
মঙ্গলবার,১৭/০১/২০২৩
11886