লোক সভার অধ্যক্ষ ওম বিড়লা গতকাল কেনিয়ার উপরাষ্ট্রপতি Rigathi Gachagua-র সঙ্গে এক বৈঠকে মিলিত হন। তিনি কেনিয়া ও তানজানিয়া সফররত ভারতীয় সংসদীয় দলের নেতৃত্ব দিচ্ছেন।ভারত ও কেনিয়ার মধ্যে দীর্ঘ ঐতিহাসিক সম্পর্কের কথা উল্লেখ করে শ্রী বিড়লা বলেন,২টি দেশই ঔপনিবেশিকতাবাদের বিরুদ্ধে লড়াই করেছে। শান্তি ও উন্নয়নের লক্ষ্যে সন্ত্রাসবাদের বিরুদ্ধে যৌথ লড়াই চালানোরও আহ্বান জানান তিনি। রাষ্ট্রসংঘে ভারত কেনিয়ার ঘনিষ্ঠ সম্পর্কের উল্লেখ করে লোক সভার অধ্যক্ষ আন্তর্জাতিক ক্ষেত্রেও দুদেশের মধ্যে সহযোগিতা আরও বাড়ানোর ওপরে জোর দেন।ভারতের G20 র সভাপতিত্বের উল্লেখ করে শ্রী বিড়লা , GlobalSouth বা দক্ষিণ গোলার্ধের দেশগুলির সমস্যা নিরসনে সবরকম চেষ্টা চালানো হবে বলেও আশ্বাস দেন ।
লোক সভার অধ্যক্ষ ওম বিড়লা , কেনিয়ার উপরাষ্ট্রপতি Rigathi Gachagua-র সঙ্গে এক বৈঠক
মঙ্গলবার,১৭/০১/২০২৩
8680