গাড়ির ধাক্কায় আলিয়া বিশ্ববিদ্যালয়ের নিউটাউন ক্যাম্পাসের ছাত্র শাকিল আহমেদের মৃত্যুর ঘটনায় গতরাতে টেকনো সিটি থানার পুলিশ, গাড়ির চালক প্রতীন খাঁড়াকে গ্রেপ্তার করেছে। ধৃত ব্যক্তি একটি সংস্থার ম্যানেজিং ডিরেক্টর বলে জানা গেছে। আজ তাঁকে বিধাননগর আদালতে তোলা হবে। এর আগে পুলিশ ঐ ঘটনায় ওপর একজনকে আটক করে। গাড়িটিও বাজেয়াপ্ত করা হয়েছে বলে বিধাননগর পুলিশ কমিশনারেটের ডিসি প্রবীণ প্রকাশ জানিয়েছেন। গতকাল বিকেলে তিনি সাংবাদিকদের জানান, গাড়িটি একটি হিন্দি সংবাদমাধ্যমের নামে নথিভুক্ত। দুর্ঘটনার পর গত সোমবার রাত থেকে তল্লাশি চালানোর পর সিসিটিভির ফুটেজ দেখে গতকাল দুপুরে বাইপাসে রুবি হাসপাতালের কাছে একটি শোরুমে ঐ গাড়িটি শনাক্ত করা হয়। সেটি মেরামতের জন্য দিতে আসা ঐ ব্যক্তিকে আটক করা হয়। যিনি গাড়িটি চালাচ্ছিলেন তিনি ঐ ব্যক্তিকে গাড়ি মেরামতির জন্য নিয়ে যেতে বলেন বলে ডিসি বিধাননগর জানান। চালককে ইতিমধ্যেই শনাক্ত করা গেছে। গাড়ির মালিকের খোঁজেও তল্লাশি চালানো হচ্ছে।
আলিয়া বিশ্ববিদ্যালয়ের নিউটাউন ক্যাম্পাসের ছাত্র মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার
মঙ্গলবার,০৩/০১/২০২৩
3616