নন্দীগ্রামে, ভোট পরবর্তী হিংসা মামলায় CBI গতকাল, হলদিয়া মহকুমা আদালতে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্বাচনী এজেন্ট সেক সুপিয়ান, তৃণমূল নেতা আবু তাহের, সেক আমানুল্লা, সেক খুশনবি, সেক সৈয়ম কাজি এবং সেক সামসুদ্দোহা-র বিরুদ্ধে সাপ্লিমেন্টারী চার্জশিট দাখিল করেছে। সৈয়ম কাজি এবং সামসুদ্দোহা তদন্তে সহযোগিতা করলেও বাকী ৪ জন তাদের সঙ্গে সহযোগিতা না করায়, এদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করার আর্জি জানায় সিবিআই। আদালত সেইমতো, আবু তাহের, সুফিয়ান সহ ৪ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে।
নন্দীগ্রামে ভোট পরবর্তী হিংসা মামলায় ৪ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
মঙ্গলবার,০৩/০১/২০২৩
964