আবাস যোজনায় PMAY দুর্নীতির অভিযোগ তুলে বামেদের শ্রমিক সংগঠনের ডেপুটেশন ঘিরে উত্তেজনা। মালদার মানিকচকের হরেকৃষ্ণ কোঙার ভবন থেকে প্রায় তিন সহস্রাধিক মানুষের এক বিশাল মিছিল বের হয়। মিছিল রাজ্য সড়কের পাশে অবস্থিত মানিকচক বিডিও অফিসের সামনে গিয়ে পৌঁছালে রাজ্য সড়ক অবরুদ্ধ হয়ে যায়। এরপরই পুলিশ সক্রিয় হয়ে ওঠে সড়ক অবরোধ মুক্ত করার জন্য। শুরু হয়ে যায় ধ্বস্তাধস্তি। প্রথায় এক ঘন্টা জাতীয় সড়ক অবরোধ হয়ে থাকে। পরে পরিস্থিতি স্বাভাবিক হয়। অবরোধকারীরা বলেন, দাবীগুলি দ্রুত মানা না হলে আগামীতে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে। পরে শ্যামল বসাকের নেতৃত্বে ৭জনের এক প্রতিনিধি দল গিয়ে বিডিও-র কাছে ১৪ দফা দাবীতে স্মারকলিপি প্রদান করেন।
বামেদের শ্রমিক সংগঠনের ডেপুটেশন ঘিরে উত্তেজনা
মঙ্গলবার,০৩/০১/২০২৩
421