এই মূহুর্তে “A” সার্টিফিকেটের ভিতরে রয়েছে পাঠান


বৃহস্পতিবার,২৯/১২/২০২২
642

শাহরুখ খানের পাঠান মুভি সেন্সর বোর্ডে প্রদর্শনী হয়েছে। এই মূহুর্তে “A” সার্টিফিকেটের ভিতরে রয়েছে পাঠান,এর মানে হল শুধুমাত্র প্রাপ্তবয়স্ক যারা তারাই মুভিটি দেখতে পারবে। ইয়াশ রাজ ফিল্ম,বিগ বাজেট এবং শাহরুখ খানের কামব্যাক মুভি! পুরো টীম চাইবেনা A সার্টিফিকেটে মুভিটি সিনেমাহলে রিলিজ পাক,তাদের দরকার U সার্টিফিকেট,অর্থাৎ সার্বজনীন দেখতে পারবে,ছোট বড় বয়স্ক সবাই। যে কারনে সেন্সর থেকে একটি পূর্নাঙ্গ লিষ্ট পাঠিয়েছে ইয়াশ রাজ ফিল্মকে যদি তারা U সার্টিফিকেটে পেতে চায় তাহলে কি কি কর্তন করতে হবে মুভি থেকে। বিশেষ করে গান থেকে। সেন্সর থেকে মুভি এবং সম্পূর্ণ লিষ্ট আবারো ইয়াশ রাজ ফিল্মে পাঠানো হয়েছে।এখন ইয়াশ রাজ ফিল্মের মেম্বার্স, মুভির পরিচালক এবং অন্যন্যরা এই বিষয় নিয়ে বসবে। সেন্সর থেকে যে সব সিন বাদ দিতে বলা হয়েছে সে সব নিয়ে আলোচনা হবে।ঐ সিন গুলো বাদ দিলে মুভির গল্প কিংবা অডিয়েন্সের বুঝতে কোন সমস্যা হবে কি না,সিন গুলোর জন্য কিছু মিস হয়ে যাবে কি না ইত্যাদি…..

অতঃপর ইয়াশ রাজ ফিল্ম আবারো সেন্সরে পাঠাবে এবং সেন্সর বোর্ড আবারো তাদের মেম্বাররা দেখবে,যদি তাদের সাজেশান অনুযায়ী সবকিছু কাটছাট করা হয় তাহলে U সার্টিফিকেট পাবে অন্যথা A নিয়েই সিনেমাহলে মুভিটি চলবে যেখানে ১৮ বছরের নিচের কেউ মুভি দেখতে পারবে না।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট