সিনেমা আলোচনা : ‘মাদারি’


রবিবার,২৫/১২/২০২২
870

টিঙ্কু বিশ্বাস : ২০১৬-এর ২২শে জুলাই রিলিজ করেছিলো মুভি ‘মাদারি’। মুভির স্টোরিটি শুরু হয় এইভাবে, নির্মল কুমার নামে এক ব্যক্তি ১০ বছরের একটি ছেলে রোহনকে তার হস্টেল থেকে কিডন্যাপ করে,এই রোহন আবার প্রভাবশালী স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে। এই রোহন কে নির্মল কেন কিডন্যাপ করলো, এটাই মুভির মূল বিষয়বস্তু। হয়তো এই পর্যন্ত পড়ে মনে হতে পারে এ আবার নতুন কি! এরকম মুভি প্রচুর তৈরি হয়েছে ! কিন্তু মুভির ডিরেক্টরের নাম যে নিশিকান্ত কামাথ,যার মুভির বিষয়বস্তু সবসময়ই একটু ডিফারেন্ট হয়,লাইক ‘জুলি’, এছাড়াও বলিউডে ‘দৃশ্যম’ এর সাথে আমাদের পরিচয় হয়েছিলো এনার হাত ধরেই

এবার আসি ‘মাদারি’ মুভির কথায়:

মুভির লিড এক্টর বলতে ছিলো ইরফান খান আর ভি.বনসল যারা যথাক্রমে নির্মল আর রোহনের ভূমিকায় অভিনয় করেছিলো। এছাড়া মুভিতে আরও যারা ছিলো,জিমি শেরগিল, তুষার দালভি,উদয় টিকেকার,নিতেশ পান্ডে, রাজীব গুপ্তা,সাধিল কাপুর ও আয়েশা রাজা মিশ্রা।

মুভিতে অভিনয় বলতে প্রত্যেকেই তাদের নিজস্ব স্পেসে একদম ঠিকঠাক আর ইরফান খান! যেভাবে প্রতিটা মুভিতে আমাদের স্পেলবাউন্ড করে দেন, ঠিক একই ভাবে এখানেও তাই

যদিও মুভিটা বক্স অফিসে ফ্লপ ডিক্লেয়ার্ড হয়েছিলো, কিন্তু তবুও বলবো এই ফ্লপের তথ্যটা ইগনোর করে মুভিটি একবার দেখুন মুভির শেষে একবার হয়তো বলতেও পারেন ‘সত্যি যদি এমন হতো ‘ !

দুর্ভাগ্যবশত মুভির ডিরেক্টর আর প্রধান অভিনেতা ইরফান খান দুজনেই আজ না ফেরার দেশে !

This movie available in YouTube & Zee5

ফটোতে মুভির প্রধান চরিত্র নির্মল আর রোহন !

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট