পশ্চিমবঙ্গ সরকারের নগরোন্নয়ন ও পৌর বিষয়ক দপ্তরের এক নির্দেশিকা অনুসারে আগামী ১লা জানুয়ারি ২০২৩, থেকে মেদিনীপুর পৌরএলাকাতে ১২০ মাইক্রনের থেকে কম, প্লাস্টিক এবং থার্মোকল ও থার্মোকল জাত দ্রব্যাদির ব্যবহার নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। আজ এই মর্মে মেদিনীপুর পৌরসভার পৌরপ্রধান সৌমেন খানের নেতৃত্বে একটি সচেতনতামূলক পদযাত্রা শহর পরিক্রমা করে। এই পদযাত্রা থেকে প্রধানত প্লাস্টিক ও থার্মোকল বর্জন করার আহ্বান জানানো হয়। পৌর প্রধানের উদ্যোগে শহরের ক্রেতা এবং বিক্রেতাদের সচেতন করার পাশাপাশি, রাস্তার পাশে ব্যবসা করা কিছু বিক্রেতার কাছে থাকা প্লাস্টিক ক্যারি ব্যাগ বাজেয়াপ্ত করে পৌরসভা।
প্লাস্টিক এবং থার্মোকল ও থার্মোকল জাত দ্রব্যাদির ব্যবহার নিষিদ্ধ
সোমবার,১২/১২/২০২২
1114